১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মুরাদনগরে জমে উঠেছে শতবর্ষী কোষা নৌকার হাট

বিক্রির জন্য হাটে সাজিয়ে রাখা কোষা নৌকা : নয়া দিগন্ত -

চলছে বর্ষার মৌসুম। নদ নদীতে থই থই পানি। আর তাই কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্য রামচন্দ্রপুর বাজারে শত বছরের পুরনো নৌকার হাটে কোষা নৌকা ক্রয় বিক্রয় চলছে উৎসবের আমেজে।
দেশের প্রত্যন্ত অঞ্চলেও রাস্তাঘাট, সেতু, কালভার্ট তৈরি হওয়ায় ডিঙি, ডোঙা, সাম্পান, বজরা, গয়না, ময়ূরপঙ্খী, পানসী, ইলশা ও সওদাগরীসহ পণ্যবাহী নৌকার প্রায় বিলুপ্তি ঘটেছে।

কিন্তু রামচন্দ্রাপুরে কোষা নৌকার হাট এখনো টিকে আছে কালের সাক্ষী হয়ে। এ হাটে নারায়ণগঞ্জের আড়াই হাজার, নরসংদীর মাদবদী, ব্রাহ্মহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার হোমনা, মুরাদনগর উপজেলার শত শত মানুষ নৌকা কিনতে ও বিক্রি করতে আসছেন। সরেজমিনে গত মঙ্গলবার সাপ্তাহিক হাটে রামচন্দ্রপুর বাজার বাস টার্মিনাল ও কাচারি বাজারে এলাকাজুড়ে নানা ঢংয়ের ছোট ছোট নৌকা দেখা গেছে। পুরো এলাকা দৃষ্টিনন্দন করেছে সারিবদ্ধভাবে রাখা শত শত কোষা নৌকা। ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে হাট।

কৈজুরি গ্রামের নৌকার কারিগর রামপ্রসাদ ও বিক্রেতা বিমল বলেন, প্রতি সপ্তাহে ১০ থেকে ১২টি নৌকা তৈরি করে হাটে নিয়ে আসি। বর্তমানে কাঠ লোহার দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে। আমরা জামরুল, রেইনট্রি, আম, কদম ও শিমুল কাঠ দিয়ে নৌকা তৈরি করি। ইজারাদার মুশিদ মিয়া বলেন, এখানে ছোট নৌকা ৩ থেকে ১০ হাজার, মাঝারি ১২ থেকে ২০ হাজার এবং বড় নৌকা ৩০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।

রামচন্দ্রপুর উত্তর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন সরকার বলেন, বর্ষা এলেই উপজেলার সব কটি ইউনিয়নের লোকজন এখানে নৌকা কিনতে আসেন।

মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর বলেন, তিতাস নদীর পাড়ে রামচন্দ্রপুর বাজারটি আমার ইউনিয়নে পড়েছে। সাপ্তাহিক হাটের সুনাম রয়েছে নারায়ণগঞ্জ, নরসংদী, বাবুর হাটসহ ব্রাহ্মহ্মণবাড়িয়া জেলা জুড়ে।

 

 


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল