১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে স্থবির ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি

-

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। বিগত ৯ দিনের টানা কর্মবিরতিতে কার্যত স্থবির হয়ে পরেছে সমিতির কার্যক্রম। মঙ্গলবার দুপুরে শহরের জগন্নাথপুর সমিতির কার্যালয়ে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে শোষণ, নিপীড়ন, গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তির প্রতিবাদ এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে বিআরইবি-পিবিএস একীভূত করণসহ অভিন্ন চাকরি বাস্তবায়ন ও সব চুক্তিভিত্তিক বা অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে কর্মবিরতি পালন করছেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
সমিতির আওতাধীন ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় কর্মরত সাড়ে সাত শতাধিক কর্মকর্তা ও কর্মচারী সারা দেশের মতো একযোগে চলমান এ আন্দোলনে যোগ দিয়েছেন। দাপ্তরিক সব কার্যক্রম বন্ধ করে সমিতির কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচিসহ দিচ্ছন নানা ধরেনর স্লোগান ও বক্তব্য। ফলে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম স্থবির হয়ে পরেছে।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মেহেদি হাসান জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অনির্দিষ্টকাল চলবে। তবে গ্রাহকদের সুবিধার্থে মাঠ পর্যায়ে বিদ্যুৎ সেবা সচল রয়েছে। পাশাপাশি অফিস চত্বরে ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট চালু রাখা হয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement

সকল