১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
নয়া দিগন্তে সংবাদ প্রচারের পর

রাঙ্গাবালীতে সরকারি খালের বাঁধ মুক্ত করল প্রশাসন

-

গত রোববার নয়া দিগন্তে ‘সরকারি খালে বাঁধ দিয়ে মৎস্য চাষ বিপাকে তিন শতাধিক কৃষক পরিবার’ শিরোনামে সংবাদ প্রচারিত হওয়ার পর সেই বাঁধ কেটে দেয়া হয়েছে। বাঁধ কেটে দেয়ায় পানি নিষ্কাশন এখন স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে।
চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজসহ তিনটি গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালটি মণ্ডল স্লুইস খালের সাথে সংযুক্ত। দীর্ঘদিন ধরে ওই খালে প্রভাবশালী একটি মহল ১০-১২টি বাঁধ দিয়ে মাছ চাষ করছিল। যার ফলে ওই গ্রামের প্রায় ৭০০ একর আবাদি জমি পানিতে নিমজ্জিত ছিল। এ কারণে বন্ধ ছিল চাষাবাদ।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক নাজমুল হাসান জানান, অবৈধ বাঁধের বিষয়টি আমাদের জানা ছিল না। নয়া দিগন্তসহ গণমাধ্যমের সংবাদ দেখে ইউএনও আমাকে বিষয়টি জানান। আমরা তখন স্থানীয়দের সাথে নিয়ে খালের বাঁধ কেটে দিই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অবৈধ বাঁধ কেটে দেয়া হয়েছে। এখন পানি নিষ্কাশন স্বাভাবিক পর্যায়ে রয়েছে।


আরো সংবাদ



premium cement