১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গৌরনদীতে দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত চেয়ারম্যান মনির হোসেন

-

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের নবনির্বচিত চেয়ারম্যান মো: মনির হোসেন মিয়া গত সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চেয়ারম্যান মনির হোসেন মিয়া সোমবার বেলা ১১টার দিকে হাজার হাজার নেতা-কর্মী পরিবেষ্টিত হয়ে ব্যান্ডপার্টিসহ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান। এরপর তিনি সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দুপুর ১২টার দিকে তিনি উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় যোগদান করেন। সেখানে বেলা দেড়টার দিকে তিনি বিদায়ী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। একই সময় উপজেলা পরিষদের নবনির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাহিদা আক্তার ও পুরুষ ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী তাদের নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দফতরের কর্মকর্তা, ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগ ও মহাজোটের নেতৃবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement