ফেনীতে অটোরিকশা যাত্রী নিহতের মামলায় বাসচালক গ্রেফতার
- ফেনী অফিস
- ১০ জুলাই ২০২৪, ০০:০৫
ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজারে বাস চাপায় অটোরিকশা যাত্রী আবুল কালাম নিহতের ঘটনায় সুগন্ধা বাসের চালক আরিফ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৭। আরিফ লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার সোনাপুর এলাকার সেলিম হোসেনের ছেলে।
র্যাব জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেকের বাজার এলাকায় সুগন্ধা পরিবহনের একটি বাস অটোরিকশা যাত্রী আবুলকে চাপা দেয়। তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় নেয়াজপুর এলাকার আবুল মারা যান। এ ঘটনায় তার ছেলে বাদি হয়ে দাগনভূঞা থানায় অজ্ঞাত বাস চালককে আসামি করে মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে লালপোল এলাকায় অভিযান চালিয়ে আরিফকে (৩০) গ্রেফতার করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক স্কোয়াড্রন লীডার সাদেকুল ইসলাম জানান, বাস চালককে গত সোমবার মহিপাল হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা