০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`
আখ চাষ নিবিড়করণ ও উৎপাদন বৃদ্ধি

নর্থ বেঙ্গল সুগার মিলে মতবিনিময় সভা

-

নাটোরের লালপুরে চলতি মৌসুমে নর্থ বেঙ্গল সুগার মিলে আখ চাষ নিবিড় করণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গতকাল সোমবার মতবিনিময় সভা করা হয়েছে। জেলা প্রশাসক আবু নাসের ভূঁয়ার সভাপতিত্বে মিলের ট্রেনিং কমপ্লেক্স মিলনায়তনে আখ চাষিদের নিয়ে করা এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার তারিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদ সাগর, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, গোপালপুর পৌরমেয়র রোকসানা মোর্তুজা লিলি, মহাব্যবস্থাপক (কৃষি) আহসাব উদ্দিন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন- মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্ল্যা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আখচাষি গোলাম মহিউদ্দিন, হাজী তফিল উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা উন্নত জাতের আখ চাষ, সঠিক পরিচর্যা, যথাসময়ে মাড়াই শুরু, মিলের আধুনিকীরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিসহ বিভিন্ন পরামর্শ দেন।


আরো সংবাদ



premium cement