অশালীন কাজে বাধা দেয়ায় পুলিশকে মারধর, আটক ৪
- সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
- ০৯ জুলাই ২০২৪, ০০:০৫
অশালীন কাজে বাধা দেয়ায় এক পুলিশ কনেস্টবলকে বাসা থেকে ধরে এনে পিটিয়ে গুরুতর জখম করেছে কতিপয় দুর্বৃত্ত। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি সার কারখানা আবাসিক এলাকায় এক যুবক বাসার গেটের সামনে দাঁড়িয়ে প্রাকৃতিক কাজ করছিল। এমন সময় তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ কনেস্টবল পল্লব হোসেন তার বাসায় যাওয়ার পথে এ দৃশ্য নজরে আসে। এ সময় যুবক রাজুকে ধমকের সুরে শাসন করেন পল্লব হোসেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ৭/৮ জন দুর্বৃত্ত রাজু মিয়া তারাকান্দি বাসস্ট্যান্ড এলাকায় কনেস্টবল পল্লব হোসেনের বাসায় হামলা চালায়। এ সময় পল্লব হোসেনকে বাসা থেকে ধরে বাসস্ট্যান্ডে আনে ও তাকে পিটিয়ে গুরুতর জখম করে।
পুলিশ জানায়, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ঊর্ধŸতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। আহত পল্লব হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। আটক চারজন হলো- কান্দারপাড়া বাজারের আবদুর রাজ্জাকের পুত্র রাজু মিয়া, রাধানগর এলাকার জুলহাস মিয়ার পুত্র হালিম, টাঙ্গাইলের ভুয়াপুর জগৎপুড়া গ্রামের শামসুল হক খানের পুত্র আসলাম ও ভুয়াপুরের নলিন বাজার এলাকার আবদুল কদ্দুস মিয়ার পুত্র ছাইফুল ইসলাম।
সরিষাবাড়ি থানার ওসি মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা