০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

খুলনায় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্ছিত

-

খুলনায় জেলা পরিষদের দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ঘটনায় অনুসন্ধান করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন ঢাকায় কর্মরত যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ নিজাম (৩৬)।
গতকাল সোমবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবর রহমান তার ওপর এ হামলা চালান। রাশেদ নিজাম এ ঘটনায় খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। রাশেদ যমুনা টেলেভিশনের ‘থ্রি সিক্সটি ডিগ্রি’ অনুসন্ধানী টিমে কাজ করেন।
সাংবাদিক রাশেদ নিজাম ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। তিনি বলেন, অভিযোগ উঠলে যে কারো আত্মপক্ষ সমর্থনের সুযোগ রযেছে। কিন্তু তিনি উল্টো আমাকে ও আমার ক্যামেরা পারসনকে হুমকি ও লাঞ্ছিত করেছেন।
এ বিষয়ে খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবর রহমান বলেন, সাংবাদিক কোনো ধরনের অনুমতি ছাড়াই ভিডিও ও বক্তব্য নেয়ার চেষ্টা করেন। কিন্তু ওই বিষয়ে আমি কথা বলতে চাইনি। লাঞ্ছনা ও হুমকির অভিযোগ সঠিক নয়।
এ ব্যাপারে খুলনা সদর থানার ওসি কামাল হোসেন খান বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি আমরা জেনেছি। একটি জিডিও হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement