০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

রাজাপুরে বিদ্যালয়ের ছাদের পলেস্তরা ধসে ৫ ছাত্র আহত

রাজাপুরের সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ধসে পড়া পলেস্তরা : নয়া দিগন্ত -

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ক্লাসরুমের পলেস্তরা ধসে পরে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল ক্লাস চলাকালীন ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পঞ্চম শ্রেণীর ছাত্র জুনায়েদ আজম, লিটন খান, রনি হাওলাদার, আব্দুল্লাহ ও তামিম আহত হয়েছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
আহত শিক্ষার্থী তারিম ও লিটন জানায়, রোববার ক্লাস চলাকালীন হঠাৎ ছাদের পলেস্তরা ধসে পরলে ৫ শিক্ষার্থী আহত হয়।
এ দিকে স্কুলের প্রায় ১৪৩ জন শিক্ষার্থী ক্লাস বর্জনের ঘোষণা দেয়। নতুন ভবন নির্মাণ না করা পর্যন্ত আর ওই ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করবে না বলেও জানায় শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানান, ২/৩ বছর ধরেই পলেস্তরা খসে পড়া দেখে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছিলাম। কোনোভাবেই এ স্কুলে ক্লাস করার পরিবেশ নেই।
রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন জানান, বিষয়টি শুনে ভিডিও কলে দেখেছি। প্রধান শিক্ষককে একটি আবেদন করতে বলা হয়েছে এবং ওই কক্ষটিতে তালা লাগিয়ে দিতে বলা হয়েছে। উপজেলা ইঞ্জিনিয়ার পরিদর্শন করার পর ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হবে এবং পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।


আরো সংবাদ



premium cement