আত্রাইয়ে একাধিক স্থানে বাঁধে ধস যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন
- আত্রাই (নওগাঁ) সংবাদদাতা
- ০৮ জুলাই ২০২৪, ০০:৩১
নওগাঁর আত্রাই উপজেলার একাধিক স্থানে বাঁধ ধসে গেছে। এতে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত কয়েকদিনের অবিরাম বর্ষণে আত্রাই-সিংড়া বাঁধের ডুবাই নামক স্থান এবং আত্রাই-বান্দাইখাড়া বাঁধের লালুয়া নামক স্থানে ধস দেখা দেয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, গত শুক্রবার বিকেলে এ দু’টি স্থানে সামান্য ধস দেখা দিলেও রাতের মধ্যে পুরো সড়ক ধসে যায়। ফলে আত্রাই-সিংড়া ও আত্রাই-বান্দাইখাড়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
এ দিকে গত শুক্র ও শনিবার এসব ধসে যাওয়া স্থানগুলো পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক সুমন। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ধসে যাওয়া স্থানগুলো মেরামতের কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি।
শিকারপুর গ্রামের রণি, ডুবাই গ্রামের আমিরুজ্জামান মধু, মদনডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা খোদাবক্স মোল্লা বলেন, ইঁদুর ও শিয়ালের গর্ত থেকে এ ধসের সৃষ্টি হয়েছে।
সংস্কার কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম ও মাহবুবুর রহমান জানান, টেকসই সংস্কারের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এখানকার বালু মাটি উঠিয়ে পলি মাটি দ্বারা ভরাট দেয়া হবে।
স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক সুমন বলেন, এ বাঁধগুলো টেকসই সংস্কারের জন্য আমি পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ডিও দিয়েছি। তিনি এ কাজগুলো করার জন্য আমাকে আশ^স্ত করেছেন। গত শুক্রবার থেকে আমার নির্বাচনী এলাকার এ বাঁধগুলোর সংস্কার কাজ আমি উপস্থিত থেকে পরিদর্শন করছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা