১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বরিশালের মোকামে আসছে প্রচুর ইলিশ

দাম নাগালের বাইরে
-

আষাঢ়ের শেষদিকে টানা কয়েক দিনের বৃষ্টিতে বরিশাল জেলার নদনদীতে জেলের জালে ধরা পড়ছে বড় সাইজের ইলিশ। মেঘনাসহ জেলার কীর্তনখোলা, কালাবদর ও আড়িয়াল খঁাঁ নদীতে ইলিশের সরবরাহ বেড়েছে নগরীর পোর্টরোড মৎস্য মোকামে। তাই নদীতে ব্যস্ত সময় কাটাচ্ছে বরিশাল জেলার ৭৫ হাজার জেলে।
পোর্ট রোডের লিয়া মৎস্য আড়তের আড়ৎদার রুবেল হোসেন বলেন, বর্তমানে বড় সাইজের ইলিশ বেশি ধরা পড়ছে। গত কয়েক দিন ধরে মোকামে গড়ে ৬০ মণ করে ইলিশ সরবরাহ হয়েছে। এসব ইলিশের মধ্যে এলসি (৬০০-৯০০ গ্রাম) আকারের ইলিশ প্রতি কেজি এক হাজার পাঁচশ থেকে এক হাজার ছয়শ টাকায় বিক্রি হয়েছে। এক কেজি আকারের ইলিশ এক হাজার সাতশ থেকে এক হাজার নয়শ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পাঁচশ গ্রাম ওজনের ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে এক হাজার চারশ থেকে এক হাজার পাঁচশ টাকা দরে।
বরিশাল জেলা মৎস্য অধিদফতরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, ইলশেগুঁড়ি বৃষ্টি ইলিশ শিকারের সুসময়। তাই এ সময়ে মেঘনাসহ অন্য নদীতে বড় ইলিশও ধরা পড়ছে। পোর্টরোড মৎস্য মোকামেও সরবরাহ কিছুটা বেড়েছে বলে জানান তিনি।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদফতরের সহকারী পরিচালক নাসির উদ্দিন বলেন, কঠোর অবস্থানে গিয়ে জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করা হয়েছে। পাশাপাশি আষাঢ়ে বৃষ্টি হওয়ায় বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। ইলিশ শিকারের হার আরো বাড়বে। তাই বরিশাল বিভাগের ছয় জেলার চার লক্ষাধিক জেলে ইলিশ শিকারে নদী চষে বেড়াচ্ছে বলে জানান তিনি।

 


আরো সংবাদ



premium cement