০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

ফেনীতে ৫ শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে ডেন্টাল সেবা

-

স্মার্ট সিটিজেন গড়ার লক্ষ্যে টক টু এ ডেন্টিস্ট এ প্রতিপাদ্যে ফেনী জেলা ডেন্টাল সোসাইটির উদ্যোগে শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ৫ শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে ডেন্টাল সেবা দেয়া হয়েছে। গত শনিবার শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথি বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: হুমায়ুন কবীর বুলবুল এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ডেন্টাল সোসাইটির জেলা সভাপতি ডা: কাজী মো: ইস্রাফিলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও ফেনী পৌর কাউন্সিলর আমির হোসেন বাহার। এতে শুভেচ্ছা বক্তব্য দেন, অধ্যক্ষ এম একরামুল হক ভূঁইয়া। শিক্ষক এয়াকুব শরীফ শিমুলের পরিচালনায় আরো বক্তব্য দেন, প্রথম আলো প্রতিনিধি আবু তাহের, চ্যানেল২৪ প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, ডেন্টাল সোসাইটির সাধারণ সম্পাদক ডা: সাজ্জাদ মাহমুদ সাজিদ।
ক্যাম্পেইনে চিকিৎসা সেবা দেন, ডা: মশিউর রহমান, ডা: সুরাইয়া আক্তার লাকি ও ডা: ইমরান হোসেন মজুমদারসহ ১৭ জন চিকিৎসক। দাঁতের চিকিৎসা সেবা ছাড়াও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে কলম, টুথ পেস্ট, ব্রাশ বিতরণ করা হয়।


আরো সংবাদ



premium cement