০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

নার্সারি ভাগ্য বদলে দিলো আলামিনের

-

ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি নার্সারি করার স্বপ্ন দেখতেন মো: আলামিন। সেই স্বপ্ন পূরণ করতে শুরু করেছিলেন নার্সারিটি। এখন সেই নার্সারিই তার পেশা এবং নেশা হয়ে গেছে। বদলে দিয়েছে তার ভাগ্য। আলামিনের বাড়ি উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামে।
২০১৬ সালে মাত্র ১০ শতাংশ জমিতে ২৫ হাজার টাকা বিনিয়োগ করে নিজের নামেই প্রতিষ্ঠা করেন ‘আলামিন নার্সারি’। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ওই নার্সারির আয় দিয়েই তিনি নির্মাণ করেছেন সৌখিন বাড়ি, কিনেছেন মোটরবাইক, দামি আসবাব ও অনেক কিছু।
আলামিনের প্রতিবেশী সামসুল হক জানান, বিভিন্ন স্থান থেকে প্রশিক্ষণ নিয়ে গাছের চারা উৎপাদন, রোপণ ও পরিচর্যা পদ্ধতি আয়ত্ত করেন আলামিন। মাত্র দুই বছরের ব্যবধানে ২০১৮ সালে উপজেলার বীর হাজিপুর এলাকায় দেড় একর জমিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা উৎপাদন করে বড় পরিসরে প্রতিষ্ঠা করেন নার্সারির ব্যবসা। খুব অল্প সময়েই সব খরচ বাদে নার্সারি ব্যবসায় লাভের মুখ দেখতে পান তিনি। এরপর ধীরে ধীরে তার নার্সারিতে গাছের প্রজাতির সংখ্যা ও পরিধি বাড়াতে থাকেন আলামিন। ফলে তার নার্সারির সুনাম ছড়িয়ে পড়ে চারদিক।
আলামিনের নার্সারির প্রতিটি গাছের চারার গুণগত মান ভালো। এ কারণে দূরদূরান্ত থেকেও গাছের চারা কিনতে আসছেন অনেকেই। বর্তমানে এটি ভ্রমণপিপাসুদের জন্যও ব্যাতিক্রমী বিনোদন কেন্দ্র হিসেবেও পরিচিতি পেয়েছে। সেখানে কেউ আসছেন গাছের চারা কিনতে, আবার অনেকেই আসছেন দৃষ্টিনন্দন আলামিনের নার্সারিটি ঘুরে ঘুরে দেখতে। আলামিনের ওই শখের নার্সারি এখন সারা উপজেলায় বাণ্যিজ্যিক চারা উৎপাদন ও বিপণনের বৃহৎতম কেন্দ্রে পরিণত হয়েছে।
তার দেখাদেখি আশপাশের অনেক বেকার যুবকও বাণিজ্যিকভাবে লাভজনক হতে নার্সারি স্থাপনের জন্য আগ্রহী হয়ে ওঠছেন।


আরো সংবাদ



premium cement