১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বন্যায় জামালগঞ্জের সড়কের বেহাল দশা

জামালগঞ্জের আভ্যন্তরীণ একটি সড়ক : নয়া দিগন্ত -

বন্যায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা শহরের অভ্যন্তরীণ সড়কগুলোর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। যানবাহন, রোগী ও যাত্রী চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ২০২২ সালের বন্যায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগের বেহাল দশার পর থেকে এই দুর্ভোগ সয়েই চলতে হচ্ছে উপজেলাবাসীর। অপরিকল্পিত রাস্তাঘাট নির্মাণে সরকারের লাখ লাখ টাকা গচ্চাই যাচ্ছে বলে মনে করেন স্থানীয়রা।
উপজেলা শহর ও শহরতলীর রাস্তাঘাট ভাঙাচুরা, খানাখন্দ ও ইট-সুরকি ওঠে যাওয়ার কারণে যাত্রী সাধারণের চলাচলে নিতান্তই বিপাকে পড়তে হচ্ছে। উপজেলা শহরের প্রবেশদ্বার নতুন পাড়া থেকে শাহাপুর বাঁধবাজার পর্যন্ত খানাখন্দের কারণে রোগী, বয়স্ক মানুষ ও শিশুদের নিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে সবাইকে। এসব দেখার যেন কেউ নেই।
নয়াহালট গ্রাম থেকে দক্ষিণ কামলাবাজ হয়ে খেয়াঘাট পর্যন্ত, জামালগঞ্জ-সেলিমগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে সড়ক পথে অবর্ণনীয় কষ্টে পড়তে হচ্ছে এলাকাবাসীর। স্থানীয়রা বলছেন, এসব রাস্তায় বিগত কয়েক বছরে অপরিকল্পিতভাবে প্রায় কোটি টাকার কাজ হয়েছে। এসব কাজে টেকসই ও সুদূরপ্রসারী পরিকল্পনা না থাকায় এখন সেগুলো ভেঙে পড়ে আছে। রাস্তাঘাটের এমন দুর্দশায় নাগরিক সেবার মান তিমিরেই রয়ে গেছে।
এ পথে এক যাত্রী মনির হোসেন বলেন, নতুন পাড়া থেকে বাঁধবাজার পর্যন্ত রাস্তার যে কী হাল, রিকশা নিয়ে চলাচল করা যায় না। রিকশাচালক আজিজ মিয়া বলেন, এই রাস্তাটার কারণে অনেক সময় যাত্রী রিকশায় উঠতে চায় না। ‘আমরা গরিব মানুষ। ইলেকশন আইলে বড় বড় নেতা-নেত্রীরা সব দিবার কথা কয়, ইলেকশন শেষে নেতারার পাত্তাই পাওয়া যায় না’- এমন মন্তব্য করলেন আজিজ মিয়া।
জামালগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আনিছুর রহমান বলেন, নয়াহালট-দক্ষিণ কামলাবাজ হয়ে খেয়াঘাট সড়ক নতুনপাড়া-শাহাপুর বাঁধবাজার সড়ক সংস্কারের প্রকল্প তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে শুষ্ক মওসুমে কাজের শুরু হতে পাড়ে।


আরো সংবাদ



premium cement
মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বোচ্চ রান মাহমুদুল্লাহর আমরা জানি কোথায় আমাদের উন্নতি প্রয়োজন : মিরাজ কর্ণফুলীতে গ্যারেজে অগ্নিকাণ্ড, ৩৪ গাড়ি পুড়ে ছাই ‘গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে নতুন বাংলা‌দেশ গ‌ড়তে হ‌বে’ কবি হেলাল হাফিজ আর নেই বাকৃবিতে ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ভাষা উৎসব শুরু টঙ্গীতে শূরায়ে নেজামপন্থীদের বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সীমান্তে নিজের বন্দুকের গুলিতে আহত বিএসএফ সদস্য ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি

সকল