ধুনটে বাদাম তোলায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা
- রাকিবুল ইসলাম ধুনট (বগুড়া)
- ০৭ জুলাই ২০২৪, ০০:০৫
বগুড়ার ধুনট উপজেলায় বাদাম তোলা ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন বাদাম চাষিরা। যমুনার চরাঞ্চলে নিয়মিত বাদাম চাষ হলেও ধুনটের কালেরপাড়া ইউনিয়নের হেউট নগর গ্রামের বাঙালি নদীর চরে কয়েক বছর ধরে প্রচুর পরিমাণে বাদামের চাষ হচ্ছে।
সরজমিন দেখা যায়, জমি থেকে গাছসহ বাদাম সংগ্রহ করে জমিতেই গাদা তৈরি করছে প্রান্তিক চাষিরা। চাঁন মিয়া নামে এক বাদাম চাষি জানান, এখানে বাদামের ভালো ফলন হয়। তাই প্রতিবারের মতো এবারো বাদাম চাষ করছেন তিনি। বর্তমানে ক্ষেত থেকে বাদাম তোলা ও শুকানোর কাজে অনেকটাই ব্যস্ত তিনি।
কৃষক চাঁন মিয়া আরো জানান, বাঙালি নদীর বালু চরে তার দুই বিঘা জমিতে বাদাম রয়েছে। এতে প্রতি বিঘায় ২০ হাজার টাকা করে খরচ হয়েছে তার। প্রতি বিঘায় বাদাম উৎপাদন হয় ৬ থেকে ৭ মণ। প্রতি মণ বাদাম পাইকারি দরে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকায় বিক্রি হয়। ফলে তিনি বেশ লাভ করতে পারবেন বলে জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ধুনট উপজেলায় এবার ৭৫ হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। এবার অতিরিক্ত খড়ার কারণে ও আগাম পানি বৃদ্ধি পাওয়ায় বাদাম কিছুটা অপরিপক্ব অবস্থায়ই ক্ষেত থেকে তোলে নেয়া হচ্ছে। এতে কৃষকদের ফলনের পরিমাণ কিছুটা কম হবে, তবে ঝুঁকি থাকবে না।
কৃষি কর্মকর্তা আরো জানান, আগামীতে যাতে ফলন ভালো হয় সেদিকে নজর রাখা হবে। সেই সাথে আগামীতে অনাবাদি জমি কিভাবে বাদাম চাষের আওতায় আনা যায় সে লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা