১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কমলনগরে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদের উপনির্বাচনে ২১ প্রার্থী

-

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ও চরকাদিরা ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ২১ প্রার্থীরই মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা করা হয়। শুক্রবার সকালে মনোনয়নপত্র বাছাই শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ ঘোষণা দেয়া হয়।
নির্বাচনে চেয়ারম্যান পদে চরলরেন্স ইউনিয়নের প্রার্থীরা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, মো: বাবুল মিয়া, আহসান উল্যাহ হিরন, আবুল কাশেম, আবুল কাশেম হাওলাদার, সার্জেন্ট সোলায়মান চৌধুরী, মো: হারুন, মো: রাসেল, আবদুজ্জাহের, মাহবুবুল আলম রাজু, কপিল উদ্দিন মাহমুদ, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম ও ফরিদা ইয়াছমিন।

অপর দিকে চরকাদিরা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজু, মাওলানা খবিরুল হক, ইব্রাহিম বাবুল মোল্লা, মুফতি মো: নুরুল্লাহসহ ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল ইসলাম চৌধুরী বলেন, দুই ইউনিয়নে মোট ২১ প্রার্থী মনোনয়নপত্র তফসিল অনুযায়ী যথাসময়ে জমা দিয়েছেন। চরলরেন্স ইউনিয়নের নুরুল করিম, ইসমাইল হোসেনসহ ছয় প্রার্থী বিকেল ৫টায় নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত না হওয়ায় তাদের মনোনয়নপত্র জমা নেয়া সম্ভব হয়নি। আগামী ২৭ জুলাই তারিখের নির্বাচন ইভিএম ব্যবহার মাধ্যমে অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ



premium cement