কোটালীপাড়ার পর্যটনকেন্দ্র ‘শাপলালয়’ বন্ধ করে মাছের ঘের
- রনি আহম্মেদ কোটালীপাড়া (গোপালগঞ্জে)
- ০৬ জুলাই ২০২৪, ০০:০০
মাছের ঘের করার কারণে ধ্বংসের পথে গোপালগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক স্থাপিত কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয় সংলগ্ন মাঠের লাল শাপলা প্রেমীদের মিলন মেলার স্থল ‘শাপলালয়’।
জানা যায়, ২০১৮ সালে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেসুর রহমান সরকার কান্দি লাল শাপলার বিলকে মৌসুমী পর্যটন কেন্দ্রে রূপান্তরের জন্য শাপলা মাচাং ও ঘাটলাসহ পর্যটক বান্ধব কার্যক্রম উদ্বোধন করেন। সে সময় কাজটি বাস্তাবায়ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান। কার্যক্রমের সার্বিক সহযোগিতা করেন, তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ। উদ্বোধনী অনুষ্ঠানে বর্তমান পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, শেখ হাসিনা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দীলিপ ভাবুক, প্রভাষক আলাউদ্দিন হাওলাদার, ইউপি সদস্যবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এরপর ডিসিসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা স্ব-পরিবারে ঘুরে গেছেন এই শাপলা ফুলের উদ্যান। যার ফলে এই শাপলালয়ের সুনাম ছড়িয়ে পড়েছে সরকারের বিভিন্ন দফতরসহ সারা দেশে।
কিন্তু ইদানীং স্থানীয় কয়েকজন ব্যক্তি মাছ চাষ করার নামে মৎস্য ঘের তৈরি করে নষ্ট করে ফেলেছে এই লাল শাপলার বাগান। স্থানীয় অনেকে জানান, শাপলালয় এলাকায় মৎস্যঘের তৈরির প্রধান উদ্যোক্তা ৩নং ওয়ার্ড ইউপি সদস্য রনজিৎ মন্ডল। এদিকে রনজিৎ মন্ডল বলেন, জমির মালিকদের সাথে শাপলালয়ের চুক্তি শেষ। শাপলালয়ের পাশে আমার তিন বিঘা জমি আছে। জমির মালিকরা তাদের জমি ভাড়া দিয়েছে। কলেজ স্টাফ বিভুতি মন্ডলসহ কাশীনাথ এই মৎস্যঘের তৈরির মূল ভুমিকা পালন করছে।
এ বিষয়ে কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুষার মধু বলেন, লাল শাপলা ধ্বংশের বিষয়টি আমি জানতে পেরে বাধা দিয়েছিলাম। কিন্তু কেউ শুনে না আমার কথা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা