সৈয়দপুরে রেলওয়ের বাংলো থেকে পরিত্যক্ত লাইনবার গায়েব
- জাকির হোসেন সৈয়দপুর (নীলফামারী)
- ০৬ জুলাই ২০২৪, ০০:০০
রেলওয়ের শহর নীলফামারীর সৈয়দপুর শহরের একটা দ্বিতল বাংলো থেকে একটি পিকআপ ভর্তি পরিত্যক্ত পুরাতন লাইনবার গায়েব করে দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এখন সেখানে পড়ে মাত্র সাত খণ্ড লাইন। যা রিক্সাভ্যানে অফিসে জমা রাখা হয়েছে। পিকআপের মালামাল সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেয়া হয়েছে এমন কথা প্রথমে বলা হলেও পরে পিকআপের বিষয়টি অস্বীকার করছে কর্তৃপক্ষ।
জানা গেছে, শহরের রেলওয়ে অফিসার্স কলোনী এলাকায় ফাইভ স্টার মাঠ সংলগ্ন রেলওয়ে বাংলো নং-১৫৮ এর দ্বিতীয় তলার সংস্কার কাজ চলছে। ছাদ ও দেয়াল থেকে বিপুল সংখ্যক লাইনবার বের হয়ে আছে। এসব পুরাতন লাইনবার নিয়মানুযায়ী রেলওয়ের পূর্ত বিভাগের অধীনে জমা থাকে। সে মোতাবেক পরিত্যক্ত এসব লাইনবার নিয়ে যাওয়ার কথা আইওডাব্লিউ অফিসের গুদামে।
গত বৃহস্পতিবার বেলা ১১টায় আইওডাব্লিউ অফিসের কর্মচারী আব্দুর রাজ্জাক ও আনিস ওই বাংলোর চত্বরে রাখা পরিত্যক্ত লাইনবারগুলোর বেশির ভাগ একটি পিকআপে ভর্তি করে বেরিয়ে যান। কিন্তু পিআইও অফিসে না নিয়ে গোপনে সেগুলো অন্যত্র বিক্রি করে দেন। আর একটা রিক্সাভ্যানে মাত্র সাত টুকরো মরিচাধরা লাইনবার অফিসে পাঠিয়ে দেয়া হয়।
ঘটনাস্থলে সরেজমিনে গেলে কেয়ারটেকার গোপাল বলেন, সকালে অফিস থেকে লোকজন এসে পিকআপ ও ভ্যানে করে মালামাল নিয়ে গেছে। কি পরিমাণ মাল ছিল জিজ্ঞেস করলে তিনি বলেন, পিকআপ ভর্তি আর ভ্যানে কয়েকটা লাইন নেয়া হয়েছে। একই কথা জানান নির্মাণ কাজে নিয়োজিত মিস্ত্রীও।
আইওডাব্লিউ অফিসের কর্মচারী লিখন জানান, আমি যা করেছি আইওডাব্লিউ স্যারের নির্দেশে করেছি। আর পিক-আপে কোনো মাল নেয়া হয়নি। ভ্যানেই সব মাল অফিসে নেয়া হয়েছে।
রেলওয়ে পূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (আইওডাব্লিউ) শরিফুল ইসলাম বলেন, সামান্য কয়েকটা পুরাতন লাইনবার বের হয়েছে। সেগুলো অফিসে এনে রাখা হয়েছে। পিকআপের বিষয়টি ঠিক না।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী (ওয়ার্কস) সিপন আলী মোবাইল ফোনে বলেন, এ ব্যাপারে আমার কিছু জানা নাই। এমন কিছু করা হলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা