১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চমবারের মতো পঞ্চগড় রোভার স্কাউটের জেলা সম্পাদক হলেন কাদের

-

টানা পঞ্চমবারের মতো পঞ্চগড় রোভার স্কাউটের জেলা সম্পাদক হলেন আব্দুল কাদের। গত বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রোভারের নবম ত্রিবার্ষিক কাউন্সিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা সম্পাদক নির্বাচিত হন। পদাধিকার বলে জেলা প্রশাসক জহিরুল ইসলাম সভাপতি এবং জেলা কমিশনার নির্বাচিত হয়েছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব দেলওয়ার হোসেন প্রধান। এ ছাড়া সাকোয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মকবুল হোসেন যুগ্ম সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আমলাহার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবিব বিপ্লব।
আব্দুল কাদের ২০১৩ সালে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ জেলা রোভার সম্পাদক এবং ২০১৮ সালে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা কমিশনার নির্বাচিত হন। তিনি ছিলেন একজন তুখোড় ভলিবল খেলোয়ার। খেলোয়াড়ি জীবনে ভারতে তিনবার ও দেশে আটবার শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হন তিনি। ভলিবল ও হ্যান্ডবলের প্রশিক্ষকও তিনি।
আব্দুল কাদের সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক, নজরুল পাঠাগার, জেলা রেড ক্রিসেন্ট ও ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য। এ ছাড়া তিনি জেলা শিল্পকলা একাডেমির সদস্য, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, এনবিকেজি অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এবং জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 


আরো সংবাদ



premium cement