ঝালকাঠি পৌরসভার ১৫৪ কোটি ৮৭ লাখ টাকার বাজেট ঘোষণা
- ঝালকাঠি প্রতিনিধি
- ০৫ জুলাই ২০২৪, ০০:০৫
নতুন কোনো কর আরোপ ছাড়াই ঝালকাঠি পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের ১৫৪ কোটি ৮৭ লাখ ৭৬০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে সুধীজনদের সাথে আলোচনা শেষে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। বাজেটে আয় ধরা হয়েছে ১৫৩ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ১৫৪ কোটি ৭২ লাখ ৫৪ হাজার টাকা।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র তরুণ কর্মকার, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা ও হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুদ্দেজা হারুন।
পৌর মেয়র তার বাজেট বক্তৃতায় জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে পৌরসভায় ভাঙা সড়ক সংস্কার, দখল হওয়া খাল উদ্ধার, মার্কেট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ময়লা ফেলার ডাম্পিংস্টেশন, পৌরসভার সৌন্দর্য বর্ধনসহ নানা উন্নয়নমূলক কাজ হাতে নেয়া হয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে শহর আলোকিত হয়ে উঠবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা