০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

আসামিদের গ্রেফতার ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

-

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউপি চেয়ারম্যান দেলোয়ার সেকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
গতকাল বুধবার দাদশী ইউনিয়নের নিজাতপুর বাজারে তার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, গত ১৮ জুন রাতে দাদসীর আকবর খানের নেতৃত্বে ২০-২২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে চেয়ারম্যানের বাড়ির সামনে তার ওপর হামলা চালায়। এ ঘটনায় পরের দিন রাজবাড়ী সদর থানায় মামলা হয়। মামলার ১০ জন আাসামি জজ কোট থেকে জামিনে বের হয়ে আহত চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে।


আরো সংবাদ



premium cement