ধনবাড়ীতে ছাত্রদল নেতা শরীফ হোসেনের মৃত্যু
- ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
- ০৫ জুলাই ২০২৪, ০০:০৫
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বলিভদ্র ইউনয়নের বলিভদ্র গ্রামের মতিউর রহমান মণ্ডলের ছেলে শরীফ হোসেন (৩৬) গত বুধবার বিকেলে হার্ট অ্যাটাকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ছয় মাস বয়সী এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বলিভদ্র ইউনিয়ন পরিষদ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন ফকির, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, বলিভদ্র ইউনিয়ন বিএনপির সভপতি নাজিম উদ্দিন মাস্টার, সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টারসহ বিএনপির সব সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফিরাত কামনা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা