নাচোলে পূর্ব শত্রুতার জেরে আমন ধানের বীজতলা নষ্ট
- নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
- ০৫ জুলাই ২০২৪, ০০:০৫
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় দুই বিঘা আমন ধানের জমির বীজতলার চারা নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা উপজেলার নেজামপুর ইউপির রাওতারা গ্রামের মাঠে কৃষকের বীজতলার চারা নষ্ট করে দেয়া হয়েছে।
আমন ধান রোপণের আগ মুহূর্তে বীজতলার চারা নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষক। দুই বিঘা জমির বীজতলা দিয়ে প্রায় ২০ বিঘা জমিতে ধান রোপণের লক্ষ্য ছিল তাদের। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নেজামপুর ইউপির রাওতারা মৌজার হাল দাগ ৩৪৩, ৩৪৪, ৩৪৫ ও ৩৪৬ নং দাগের ৭ নং খতিয়ানে মোট ২ একর জমি পৈতৃকভাবে পেয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন শিবগঞ্জ উপজেলার নামো সুন্দরপুর গ্রামের তাসিকুল আলম সোনা হাজির ছেলে আসাদুজ্জামান সুমন। কিন্তু গত সোমবার দুপুরে হঠাৎ করে সদর উপজেলার নয়াগোলা ঘাটপাড়া গ্রামের নুরুল হোদার ছেলে রেজাউল এবং টাকাহারা গ্রামের হাবিবুর রহমান তাদের ভাড়াটিয়া লোকজন দিয়ে ওই জমির আমন ধানের বীজতলার চারা ট্রাক্টর দিয়ে নষ্ট করে দেয়।
তবে প্রতিপক্ষ হাবিবুর রহমান তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা