জামালপুরে ১০ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- জামালপুর প্রতিনিধি
- ০৪ জুলাই ২০২৪, ০০:০৫
জামালপুরের সরিষাবাড়িতে ইজিবাইক চালক লাইজু মিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেনকে ১০ বছর পর গ্রেফতার করেছে র্যাব-১৪। গত মঙ্গলবার জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। নিহত লাইজু মিয়া জামালপুরের সরিষাবাড়ী থানার বগারপাড় উত্তর পাড়া গ্রামের আমজাদ হোসেন আনজুর ছেলে।
জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর বিকেলে লাইজু মিয়া ইজিবাইক নিয়ে ভাড়ায় চালানোর জন্য বের হয়। ১ অক্টোবর সরিষাবাড়ী-তারাকান্দি পাকা রাস্তার পাশ থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় লাইজুর লাশ উদ্ধার করে সরিষাবাড়ী থানা পুলিশ। ঘটনার পরদিন নিহত লাইজুর বাবা আমজাদ হোসেন বাদি হয়ে সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর গত ৯ জুন গ্রেফতারকৃত আসামি জাকির হোসেনসহ চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা