১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা

যশোর জেলা আ’লীগ সভাপতির ৪৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা

-

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন ৪৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন। তাও আবার সংবাদ সম্মেলন করে।
গতকাল মঙ্গলবার যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার হামিদপুর গ্রামে একটি জায়গা দখল করা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে তিনি এই ঘোষণা দেন।
আসাদুজ্জামান নামে এক ব্যক্তি বেশ কয়েক দিন ধরে অভিযোগ করে আসছেন জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন শতাধিক সন্ত্রাসী নিয়ে তার বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে এক কোটি টাকার সম্পদ লুট করেছেন। সেই অভিযোগের জবাব দিতেই মঙ্গলবার পাল্টা সংবাদ সম্মেলন করে শহিদুল ইসলাম মিলন বলেন, ‘আমি ওই দিন ঘটনাস্থলে গিয়েছি, প্রমাণ করতে পারলে ২০ লাখ, আমার ছেলে জেলা আওয়ামী লীগ নেতা সামির ইসলাম পিয়াস গিয়েছিল এটা প্রমাণ করতে পারলে পুরস্কার দেবো ১৫ লাখ টাকা। আর আসাদুজ্জামান যদি জমির কাগজপত্র দেখাতে পারে তাহলে আরো ১০ লাখ টাকা দেবো পুরস্কার।’
পুরস্কারের বিষয়টি জানাজানি হওয়ায় কেউ কেউ টিপ্পনি কেটে বলছেন, ‘একটি ঘটনায় জেলা সভাপতি যদি ৪৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করতে পারেন, তাহলে তার কী পরিমাণ অর্থ রয়েছে!’
উল্লেখ্য, হামিদপুরের আসাদুজ্জামানের সাথে তার বেয়াই নুরুল ইসলামের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে মিলন সংবাদ সম্মেলন করে এই পুরস্কার ঘোষণা করলেন।


আরো সংবাদ



premium cement