১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লোহাগড়া পৌরসভার সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরমে

পৌর এলাকার একটি সড়ক। বৃষ্টির পানি জমে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে : নয়া দিগন্ত -

নড়াইলের লোহাগড়া পৌরসভার সড়কগুলোর অবস্থা এখন বেহাল। অল্প বৃষ্টিতে তলিয়ে যায় শহরের অধিকাংশ এলাকা। কাদা পানিতে একাকার হয়ে অধিকাংশ পৌর এলাকা। বর্ষাকাল আসতে না আসতেই সড়ক ও বাজারে পানি জমে থাকায় ব্যবসায়ীদের ভোগান্তি যেন চরম আকার ধারণ করেছে।
গতকাল মঙ্গলবার পৌর এলাকার বাজারসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, অলিগলি ও সড়কগুলোতে পানি থই থই করছে। কোথাও কোথাও পানি হাঁটু সমান এসে দাঁড়িয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। ময়লা পানির ভ্যাপসা গন্ধে স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে।
স্থানীয় কয়েকজন ভুক্তভোগী জানান, আমরা পানিতে ডুবলেও খোঁজ নিতে আসেন না কোনো কাউন্সিলর, এমনকি পৌর মেয়রও। খোদ পৌর ভবনের সামনের সড়কটির অবস্থা এতটাই নাজুক যে কোনো ধরনের যান চলাচল করতে পারছে না। আলামুন্সির মোড় থেকে ফয়েজ মোড় পর্যন্ত সড়কটি সবসময়ই হাঁটুপানিতে নিমজ্জিত থাকে। বৃষ্টির পানি জমে লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রবেশ দ্বার, ফয়েজ মোড় এলাকা, বাজারে ঢোকার প্রধান সড়ক ও স্বর্ণপট্টিসহ প্রত্যেকটা সড়কের একই অবস্থা।
লক্ষ্মীপাশা সঙ্গীত একাডেমির সভাপতি বিএম লিয়াকত হোসেন বলেন, চরম দুর্ভোগ নিয়ে চলতে হচ্ছে। পোদ্দারপাড়া এলাকার বাসিন্দা অসীম রায় জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় শহরবাসী ভোগান্তি পোহালেও পৌর কর্তৃপক্ষ সমস্যাটির সমাধানে কোনো পদক্ষেপই নিচ্ছেন না।
এ বিষয়ে লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিউর রহমান বলেন, লোহাগড়া বাজারসহ পৌরশহরের বিভিন্ন সড়কের সংস্কার দরকার। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সব সময় যোগাযোগ করছি। প্রকল্প এলে যতটা দ্রুত সম্ভব সড়কগুলোর সংস্কার কাজ হাতে নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা : টঙ্গিবাড়ীতে আ’লীগ নেতা গ্রেফতার ফেনীতে ভারতীয় আধিপত্যবাদ রুখতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত শিবচরে শহীদ আব্দুল কাদের মোল্লার ১১তম শাহাদাত বার্ষিকী পালন প্রাথমিকের শিক্ষকদের পদোন্নতির বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে টিভি বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ

সকল