১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বুড়িচংয়ে চামড়া কিনে বিপাকে প্রান্তিক ব্যবসায়ীরা

বুড়িচংয়ে স্তূপ করে রাখা গরুর চামড়া : নয়া দিগন্ত -

কুমিল্লার বুড়িচংয়ে কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। লবণের মূল্যবৃদ্ধি ও ঈদুল আজহার পর থেকে ট্যানারি মালিকরা চামড়া ক্রয়ের জন্য যোগাযোগ না করায় লোকসানের আশঙ্কা করছেন তারা।
গতকাল মঙ্গলবার কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তরগ্রাম এলাকায় গিয়ে চামড়া ব্যবসায়ী রুবেল, নিশাত ও শাকিলের সাথে কথা বলে জানা গেছে ঈদুল আজহার দিন বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন, বাকশীমূল ইউনিয়ন, শশীদল ইউনিয়নসহ বিভিন্ন গ্রাম থেকে ১৮ লাখ টাকা দিয়ে প্রায় ১০ হাজার গরু চামড়া সংগ্রহ করেছিলেন তারা। কিন্তু ঈদের ১৬ দিন পেরিয়ে গেলেও বিক্রি করা সম্ভব হয়নি তাদের সংরক্ষিত গরু চামড়া। তারা জানান, বিগত বছরগুলোর তুলনায় এবার কম দামে চামড়া সংগ্রহ করলেও ব্যয় বেড়েছে লবণে। এবার ৫০ কেজির প্রতি বস্তা লবণে ৭০০-৮০০ টাকা অতিরিক্ত দিয়ে ১৪০০-১৫০০ টাকায় কিনতে হয়েছে। আর গরুর চামড়া প্রতিটি গড়ে ৪০০-৬০০ টাকায় ক্রয় করা হয়েছে। এ চামড়া পরিবহন ও লবণ দিয়ে প্রক্রিয়াজাত করতে আরো ৩০০ টাকা ব্যয় হয়। সব মিলিয়ে চামড়াপ্রতি খরচ হচ্ছে ৯০০-৯৫০ টাকা।
প্রক্রিয়াজাত করার পরও ট্যানারি মালিক ও বড় ব্যবসায়ীরা চামড়া কিনতে এখনো যোগাযোগ করেনি। সময় বাড়লে প্রক্রিয়াকরণ ব্যয়ও বাড়বে। এ কারণে অনেক ব্যবসায়ী চামড়া ফেলেও দিয়েছেন বলে জানা যায়। ফলে গত বছরের মতো এবারো লোকসানের আশঙ্কায় রয়েছেন প্রান্তিক চামড়া ব্যবসায়ীরা।
চামড়া ব্যবসায়ী রুবেল, নিশাদ, শাকিল বলেন, অনেক কষ্ট করে এলাকায় এলাকায় ঘুরে চামড়া সংগ্রহ করি আমরা। এরপর লবণ দিয়ে প্রক্রিয়াজাত করি। পুরো প্রক্রিয়াটি খুবই জটিল। তবুও আমরা দাম পাই না। তারা অভিযোগ করেন, সবই বড় ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের পকেটে চলে যায়। এভাবে চলতে থাকলে ব্যবসা করা কঠিন হয়ে যাবে।
এদিকে মাদরাসা শিক্ষকরা বলেছেন, এতিমদের জন্য সংগ্রহ করা চামড়ারও তেমন দাম মিলছে না। এতিম শিক্ষার্থীদের লেখাপড়া স্বাভাবিক রাখতে সঠিক মূল্যে চামড়া বিক্রির নিশ্চয়তা চান এ শিক্ষকরা।
অন্য ব্যবসায়ীরা অভিযোগ করেন, বড় ব্যবসায়ীদের কাছে নিয়ে গেলে সিন্ডিকেট করে কম দামে প্রক্রিয়াজাত করা চামড়া কেনেন ব্যবসায়ীরা। এতে প্রতি বছর চামড়ার ব্যবসায় লোকসান হচ্ছে। চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতার দাবি জানান প্রান্তিক ব্যবসায়ীরা।
মাওলানা তৌহিদুর রহমান জিহাদী বলেন, চামড়ার মূল্যে কমে যাওয়ায় সাধারণত অসহায় গরিব মিসকিন এবং এতিমখানার শিক্ষার্থীদের বেশি ক্ষতি হয়েছে। চামড়া বিক্রির টাকার কিছু অংশ গরিব মিসকিন পেত, আবার কিছু অংশ এতিমখানায় প্রদান করা হতো।
এ বিষয়ে বুড়িচং নির্বাহী অফিসার সাহিদা আক্তার বলেন, আমি এখন শুনেছি। তবুও আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি চামড়াগুলোর কিছু করা যায় কি না।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল