মিরসরাইয়ে ৫ দিনের টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত
- মিরসরাই ( চট্টগ্রাম) সংবাদদাতা
- ০২ জুলাই ২০২৪, ০০:০৫
চট্টগ্রামের মিরসরাইয়ে আষাঢ়ের টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অলস সময় পার করছেন দিনমজুর, শ্রমজীবী ও হোটেল-রেস্তোরাঁ মালিকরা। পাঁচ দিন অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ভ্যান-রিকশাচালক, হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ। টানা বৃষ্টিতে কিছুদিন আগে রোপা আমন ও সবজির ক্ষতি হয়েছে।
জানা গেছে, দেশের ওপর মৌসুমি বায়ু প্রবলভাবে সক্রিয় রয়েছে ও বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ কারণে বৃষ্টিপাত বেশি হচ্ছে। বৃষ্টির এ ধারা আজ সারা দিন স্থায়ী হতে পারে। উপজেলার বড়তাকিয়া বাজারে গিয়ে দেখা যায় সারি সারি ব্যাটারিচালিত অটোরিকশা দাঁড়িয়ে আছে। রিকশাচালক মোহাম্মদ রাসেল জানান, পেটের দায়ী এই ভারী বর্ষণেও বেরিয়ে পড়েছি। কিন্তু বৃষ্টির কারণে যাত্রী নেই।
উপজেলার আবুতোরাব বাজারের মৌসুমি ফল বিক্রেতা শাহ আলম বলেন, চট্টগ্রাম ফলমণ্ডির আড়ত থেকে বিভিন্ন জাতের আম নিয়ে এসেছি বৃহস্পতিবার। শুক্রবার সকাল বেলা কিছু আম বিক্রি করলেও বিকাল থেকে টানা বৃষ্টি শুরু হওয়ায় আম এখনো রয়ে গেছে।
বড়তাকিয়া ভাতঘরে গিয়ে দেখা যায় মানুষশূন্য। উপজেলার মিঠাছড়া বাজারে ফরিদপুর থেকে আসা দিনমজুর সুজাউল হক জানান, অন্যের জমিতে দিনমজুরের কাজ করে সংসার চালাই। দিন আনি দিন খাই। ভারী বৃষ্টিতে কেউ নিতেও আসছে না। একদিন আয় না হলে স্ত্রী সন্তানদের নিয়ে না খেয়ে থাকতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা