শ্যামনগরে ১০০ বিঘা অর্পিত সম্পত্তি ব্যক্তির নামে নামপত্তনের অভিযোগ
ভূমি অফিসে গড়ে উঠেছে শক্তিশালী দালালচক্র- সাতক্ষীরা প্রতিনিধি
- ০২ জুলাই ২০২৪, ০০:০৫
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সজল হোসাইনের বিরুদ্ধে ১৫ লাখ টাকা ঘুষের বিনিময় সরকারি ‘ক’ তফশিলভুক্ত অর্পিত সম্পত্তি ব্যক্তির নামে নামপত্তন করে দেয়ার অভিযোগ উঠেছে। সরকারি সম্পত্তি নামপত্তনের ঘটনায় উপজেলাব্যাপী মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি উঠেছে। একই সাথে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সজলের অবৈধ সম্পত্তির অনুসন্ধানের দাবি উঠেছে।
জানা গেছে, অর্পিত সম্পত্তির রেকর্ড কিপার তার প্রতিবেদনে ভুল্লখ করেছেন, ১০০ বিঘা জমি সরকারি ‘ক’ তফসিলভুক্ত দেখা যায়। এমন প্রতিবেদন পাওয়ার পরেও ১৫ লাখ টাকার বিনিময়ে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সজল অনুমোদন যোগ্য ও পরীক্ষিত বলে রিপোর্ট দেয় এবং তিন-চারজন ব্যক্তির নামে নামপত্তন করায় সরকারের ১০০ বিঘা জমি হাতছাড়া হতে চলেছে।
রমজানগরের হুমায়ুন কবীরসহ একাধিক ব্যক্তি বলেন, সজল যোগদানের পর থেকে দালালের মাধ্যমে বিভিন্ন ফাইলে সর্বনিম্ন পাঁচ হাজার থেকে ৫০ হাজার, এক লাখ, দুই লাখ, সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে নামপত্তন ছাড়িয়ে দিয়েছেন।
আরো জানা গেছে, শ্যামনগরের কৈখালী মৌজার ২৯২ খতিয়ানসহ কয়েকটি খতিয়ানের মালিক রাখাল চন্দ্র হালদার ১৯৬০ সালে ভারতে চলে যান। ১৯৬৫ সালে তার সম্পত্তি অর্পিত সম্পত্তি ‘ক’ তফসিলভুক্ত হয়। ২০১২ সালে অর্পিত সম্পত্তির তালিকা প্রস্তুত করে এবং ওই সম্পত্তিও ‘ক’ ও ‘খ’ তফসিলভুক্ত করা হয়। এ অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনাল ছাড়া নাম পত্তনের সুযোগ নেই।
হরিনগর গ্রামের আয়ুব আলী জানান, হরিনগর বাজারের পেরিভুক্ত কাগজের তিনটি আবেদনে সজলের দাবিকৃত ৪৫ হাজার টাকা না দিলে ফাইল ছাড়বে না বলে জানান।
আটুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, তার পরিষদ সংলগ্ন মার্কেট নির্মাণ নিয়ে সজল তাকে নাজেহাল করেছেন। কাগজপত্র সঠিক থাকার পরেও দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। ৫০ হাজার টাকা দেয়ায় ফাইল ছেড়ে দেয়।
এ বিষয়ে সার্ভেয়ার সজল বলেন, ‘ক’ এবং ‘খ’ তফসিলভুক্ত জমি দেখার দায়িত্ব ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের অফিস সহকারীর। আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে এটা সঠিক না।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রিফাত জানান, লিখিত অভিযোগ পেলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।
সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন বলেন, শ্যামনগর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সজল হোসাইনের বিরুদ্ধে আমি বেশ কয়েকটি অভিযোগ শুনেছি। তিনি দীর্ঘ দিন ধরে শ্যামনগরে থাকায় তাকে ঘিরে ভূমি অফিসে একটি শক্তিশালী দালালচক্র গড়ে উঠেছে। আমি জেলা প্রশাসককে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলেছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা