লাউয়াছড়া উদ্যানে দর্শনার্থী কমার শঙ্কা
- এম এ রকিব শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
- ০১ জুলাই ২০২৪, ০০:০৫
মৌলভীবাজারে শ্রীমঙ্গল-কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের কর্তৃপক্ষ হঠাৎ করে উদ্যানে প্রবেশ মূল্য দ্বিগুণেরও বেশি বাড়িয়ে দেয়ায় দর্শনার্থীদের সংখ্যা কমে যেতে পারে বলে মন্তব্য করেছেন ট্যুর গাইড অ্যান্ড অপারেটর অ্যাসোসিয়েশন অব মৌলভীবাজারের (ট্যুয়াম) আহ্বায়ক খালেদ হোসেন।
তিনি বলেন, বিষয়টি অপ্রত্যাশিত। আমরা এ অঞ্চলে পর্যটন শিল্পকে এগিয়ে নিতে দীর্ঘ দিন ধরে কাজ করছি। পর্যটক টানতে নানান প্রচেষ্টা করছি। এভাবে হঠাৎ করে দ্বিগুণেরও বেশি প্রবেশ মূল্য বৃদ্ধি না করে খুব বেশি প্রয়োজন হলে ২০-৩০ টাকা বৃদ্ধি করা যেত। প্রবেশ মূল্য দ্বিগুণেরও বেশি বাড়ানোর ফলে পর্যটকের সংখ্যা হ্রাস পাবে। লাউয়াছড়া ইকো ট্যুর গাইড রিজভী আহমেদ বলেন, লাউয়াছড়ায় প্রবেশ মূল্য বৃদ্ধি করায় অনেক পর্যটক ভেতরে প্রবেশ না করেই ফিরে যাচ্ছেন। বিশেষ করে কম বাজেটের ট্যুরিস্টরা।
এ দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ মূল্য বাড়ানোর বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন বন্য প্রাণী সংরক্ষণ ও উদ্ধারের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফের (সিউ) সমন্বয়ক সোহেল শ্যাম বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ ফি বাড়ানোর বিষয়টি আমরা ইতিবাচকভাবে দেখছি। এখানে প্রবেশ ফি বাড়ানোর কারণে পর্যটক কম ঢুকবেন। এতে অযথা প্রবেশ করে বন্য প্রাণীদের কেউ বিরক্ত করবে না।
উল্লেখ্য, লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য নির্ধারিত ছিল ছিল ৫০ টাকা। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ টাকা। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ ফি ছিল ২০ টাকা। এখন সেটা বাড়িয়ে করা হয়েছে ৫৭ টাকা ৫০ পয়সা। বিদেশী পর্যটকদের কাছ থেকে প্রবেশ মূল্য নেয়া হতো পাঁচ শ’ টাকা। এখন সেটা বাড়িয়ে করা হয়েছে ১১৫০ টাকা। এ ছাড়া বিভিন্ন নাটক ও সিনেমার শুটিংয়ের জন্য আগে রাখা হতো ৬ হাজার ৯০০ টাকা। এখন থেকে গুনতে হবে ১৩ হাজার ৮০০ টাকা। থপিকনিক পার্টি জন্য জনপ্রতি ১১ টাকা নেয়া হতো, এখন নেয়া হবে ২৩ টাকা। পার্কিংয়ের জন্য ছোট গাড়ির জন্য নেয়া হতো ২৭ টাকা। এখন নেয়া হবে ১১৫ টাকা এবং বড় গাড়ি পার্কিংয়ের জন্য ১০৫ স্থলে নেয়া হবে ২৩০ টাকা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা