০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

মনোহরপুর ইউপি চেয়ারম্যান দুর্বৃত্তদের হামলায় রক্তাক্ত

-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান সুরুউদ্দিনের (৬৫) ওপর হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে মনোহরপুর আলার মোড়ে এ ঘটনা ঘটে। গত এক মাসের ব্যবধানে উপজেলায় দু’জন চেয়ারম্যানের ওপর দুর্বৃত্তদের অভিন্ন স্টাইলে হামলার ঘটনা ঘটল।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চেয়ারম্যান সোহরাব মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়কের মনোহরপুর আলার মোড় নামক স্থানে তাকে হত্যার উদ্দেশ্যে পিঠের ওপর কোপ দিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় চেয়ারম্যানের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
জীবননগর থানার ওসি এস এম জাবিদ হাসান বলেন, অপরাধীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। ঘটনার ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ থানায় পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement