১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সরাইলে খানাখন্দে ভরা সড়কে ভোগান্তি

খানাখন্দে ভরা একটি সড়ক : নয়া দিগন্ত -

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া মোড় থেকে ঠাকুরবাড়ির মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কটির বেহাল অবস্থায় পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
গত শুক্রবার দুপুরে সরজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে বিটুমিন, পাথর, ইটের খোয়া উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ঝুঁঁকি নিয়ে অনেকটা বাধ্য হয়ে এ সড়কে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়রা জানান, উপজেলা সদরে যেতে এক সময় প্রধান সড়ক হিসেবে ব্যবহার করা হত এ সড়কটি। এখন সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়ক দিয়ে যানবাহন উপজেলা সদরে আসছে। মাঝে মধ্যে সড়কে যানজট সৃষ্টি হলে বিকল্প সড়ক হিসেবে পাঠানপাড়া সড়কটিই হয় চলাচলের একমাত্র উপায়। কিন্তু যানবাহন নিয়ে এ সড়কে এসে যাত্রী-সাধারণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সড়কটিতে ব্যাটারিচালিত অটোরিকশা ঝুঁঁকি নিয়ে চলাচল করলেও মালবাহী ট্রাক, পিকআপ ভ্যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আল আমীন নামে স্থানীয় একজন বলেন, সড়কের মূল অংশ ভেঙে গেছে। চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সবাইকে। বিশেষ করে রাতের বেলা জরুরি রোগী নিয়ে হাসপাতালে যেতে হলে পড়তে হয় মহা বিপাকে। সড়কটি দ্রুত মেরামতের দাবি জানান তিনি।
উপজেলা পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাজেদুল হক সবুজ বলেন, এ সড়ক দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা যাওয়া-আসা করতে হয়। স্কুল কলেজ খুলে যাওয়ায় বর্তমানে তারা চরম ভোগান্তিতে পড়ছে তারা। মাঝে মধ্যে ইজিবাইক গর্তে পড়ে উল্টে যাচ্ছে। এ সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে চরম আতঙ্কের মধ্যে। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সরাইল উপজেলা প্রকৌশলী এলজিইডি আনিসুর রহমান ভূঁইয়া বলেন, রাস্তাটির অবস্থা আসলেই খারাপ। সামনে অনুদান এলে মেরামত করা হবে।


আরো সংবাদ



premium cement