০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বিভিন্ন পৌরসভার বাজেট ঘোষণা

-


শেরপুর, টাঙ্গাইলের ধনবাড়ী ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
শেরপুর পৌরসভার বাজেট ১১২ কোটি টাকা
শেরপুর প্রতিনিধি মুগনিউর রহমান মনি জানান, শেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের ১১২ কোটি ৮১ লাখ ৯ হাজার ৬১৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রাজস্ব খাতে ১৯ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৪৩৬ টাকা আয় ও ১৮ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার টাকা ব্যয় এবং সরকারি মঞ্জুরি, কোভিড-১৯ প্রকল্প, জলবায়ু প্রকল্প, ডিপিপি, আইইউজিআইপি, সিআরডিপি-৩ প্রকল্প এবং মূলধনসহ ৯৩ কোটি ৪০ লাখ ৪১ হাজার ১৭৯ টাকা আয় ও ব্যয় ধরা হয়েছে ৭৯ কোটি ৯৬ লাখ ৬ হাজার টাকা। গত বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাপন ও অর্থবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর নাছিরুল আলম নাহিদ। বাজেট পেশ করেন হিসাবরক্ষণ কর্মকর্তা হাছান মাহমুদ সেলিম আলম। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো: বজলুল করিম, প্যানেল মেয়র নজরুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ।

ধনবাড়ী পৌরসভার বাজেট ২৯ কোটি টাকা
ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা হাফিজুর রহমান জানান, টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের ২৯ কোটি ১৭ লাখ ৫৯ হাজার ৫৪৫ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার উপসহকারী প্রকৌশল নূর মোহাম্মদের সঞ্চালনায় মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকলের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস।

ঘোষিত বাজেটে সম্ভাব্য রাজস্ব আয় ৩ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৫৪৫ টাকা ও রাজস্ব ব্যয় ৩ কোটি ৭২ লাখ ৫৭ হাজার ৫২১ টকা। উন্নয়ন আয় ২৫ কোটি ২১ লাখ ও উন্নয়নের ব্যায় ২৫ কোটি ২১ লাখ এবং সমাপনী রাজস্ব স্থিতি ধরা হয়েছে ২৪ লাখ ০২ হাজার ২৪ টাকা।
বাজেট অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ সানোয়ার হোসেন, প্যানেল মেয়র মীর আব্দুর রাজ্জাক, কাউন্সিলর খোরশেদ আলম খসরু, কজারভেঞ্জি ইন্সপেক্টর বিশ্বনাথ ভদ্র, ধনবাড়ী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাজন আহমেদ রাজু প্রমুখ।

জীবননগর পৌরসভার ২৬ কোটি টাকার বাজেট ঘোষণা
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা আতিয়ার রহমান জানান, চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার পৌরসভার কনফারেন্স রুমে পৌর মেয়র রফিকুল ইসলাম রফিক আনুষ্ঠিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ২৫ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত থেকে ৩ কোটি ৩৪ লাখ ৭৫ হাজার টাকা আয় ধরা হয়েছে। প্রারম্ভিক জের পাঁচ লাখ ৮৫ হাজার ৩৪৬ টাকা। পৌরসভার সাধারণ উন্নয়ন তহবিল থেকে আয় ধরা হয়েছে ২২ কোটি ৪৭ লাখ ৬৩ হাজার ৭০০ টাকা। বাজেটে রাজস্ব উদ্ধৃত রাখা হয়েছে চার লাখ ৮০ হাজার ৯৯৪ টাকা। বাজেট অনুষ্ঠানে মেয়র রফিকুল ইসলাম রফিক উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

পৌর মেয়র রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম প্যানেল মেয়র আশাদুল ইসলাম ভদু, কাউন্সিলর শেখ জয়নাল আবেদীন, আবুল কাশেম, মতিয়ার রহমান, আপিল মাহমুদ, খোকন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাইসেন্স পরিদর্শক আবুল কালাম আজাদ।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল