দোয়ারবাজারে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রফিজ আলী
- দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
- ২৯ জুন ২০২৪, ০০:০০
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের পুরস্কার পেয়েছেন হাজী কনুমিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিজ আলী। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে তিনি দোয়ারাবাজার উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।
গত বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট শিক্ষক রফিজ আলীর হাতে তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা প্রকৌশলী আবদুল হামিদ, উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, কৃতী শিক্ষার্থী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা