খালেদা জিয়াকে মেরে ফেলার চক্রান্ত করছে সরকার : লালু
- বগুড়া অফিস
- ২৯ জুন ২০২৪, ০০:০০
বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে সরকার আটক করে রেখেছে। জামিন তার (খালেদা জিয়া) প্রাপ্য- এটা সাংবিধানিক অধিকার। অবৈধ সরকার সাজানো মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। তাকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। তাকে মেরে ফেলার চক্রান্ত করছে সরকার। তিনি এখন মৃত্যুশয্যায়।
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম বগুড়া জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুমা বগুড়া শহরের খান্দারে জামিয়া আরাবিয়া মাদরাসা ও এতিমখানায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফোরামের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য রাশেদুল ইসলাম, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবীব মমি, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা