রৌমারীতে রাস্তা না থাকায় দুর্ভোগে গ্রামবাসী
- মোস্তাফিজুর রহমান তারা রৌমারী (কুড়িগ্রাম)
- ২৮ জুন ২০২৪, ০০:০৫
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে রাস্তা না থাকায় বিপাকে গ্রামবাসী। বর্ষা ও শুকনা মৌসুমে উপজেলার রতনপুর, চর বামনেরচর পূর্বপাড়া ও খাটিয়ামারী এ তিন গ্রামবাসীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, তুরা রোড গুচ্ছগ্রাম থেকে পূর্ব দিকে, রতনপুর মুক্তিযোদ্ধা শাহজাহান আলীর বাড়িসংলগ্ন ঈদগাহ মাঠ হয়ে রতনপুর কবরস্থান বাইতুল হামদ নূরানী ও হাফিজিয়া মাদরাসার সামনে পাকারাস্তা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার মানুষের কোনো রাস্তা না থাকায় গ্রামবাসী, শিক্ষার্থী ও বীরমুক্তিযোদ্ধার পরিবারসহ ১০ হাজার মানুষ চলাচলে চরম দুর্ভোগে। এলাকাবাসীর করা পায়ে হেটে চলার রাস্তাটি দিয়ে কৃষকরা কোনো মালামাল আনা-নেয়া করতে পারে না হাটবাজারে।
স্থানীয় ভুক্তভোগী তইনুদ্দিন দেওয়ানী জানান, পায়ে হাঁটা রাস্তা দিয়ে অনেক কষ্ট করে বাজারে যেতে হয়। এতে সাইকেল, ভ্যান, রিকশাসহ বিভিন্ন যানবাহন ও মৃত ব্যক্তির খাট নিয়ে চলাচলের সুযোগ নেই।
কৃষক হাশেম, রিয়াজুলসহ অনেকে দুঃখ করে বলেন, ধান রোপণের সময় কাদামাখা জমির সরু রাস্তা দিয়ে চলাচলে চরম কষ্ট। উপায় না পেয়ে উপজেলা শহরে যাতায়াত করতে হয়। অপর দিকে বর্ষাকালে দুর্ভোগের শেষ থাকে না, এ গ্রামের মানুষের উৎপাদিত কৃষিপণ্য উপজেলা সদর ও বিভিন্ন হাটবাজারে পৌঁছাতে, শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে এবং রোগীদের হাসপাতালে দ্রুত পৌঁছাতে এমন দুর্ভোগ নিত্যদিনের সাথি। প্রশাসনের কাছে দ্রুত প্রশস্ত একটি রাস্তা নির্মাণের দাবি জানাই আমরা এলাকাবাসী।
এ ব্যাপারে রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ওই এলাকায় একটা রাস্তা না থাকায় সাধারণ মানুষ খুব কষ্টে চলাচল করে। আমি বিভিন্নভাবে যোগযোগ করছি যাতে ওইখানে একটা রাস্তা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান জানান, জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা