১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পুনর্ভবা নদীর ২৭ স্থানে বাঁশের ব্যারিকেড

অবৈধ জালে পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছ নিধন
মাছ নিধনের জন্য পুনর্ভবা নদীতে বাঁশের ব্যারিকেড : নয়া দিগন্ত -

নওগাঁর পোরশা উপজেলার পশ্চিম পাশ দিয়ে বয়ে যাওয়া পুর্নভবা নদীতে অবৈধ সুতি জাল দিয়ে প্রকাশ্যেই পোনাসহ মা মাছ নিধন করা হচ্ছে। বর্ষা মৌসুমের শুরুতেই পোনা ও মা মাছ নিধনের মহোৎসব শুরু হয়েছে। নদীর ২৭টি স্থানে চীনে তৈরি নিষিদ্ধ ওই সুতি জাল বা রিং জাল দিয়ে ধরা হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা ও মা মাছ। আর এসব জেনেও স্থানীয় মৎস অধিদফতর নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ উঠেছে। রিং জাল, কাপাজাল, ভাসা জাল, কারেন্ট জাল, সুতি জালসহ বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ শিকার করছেন কিছু জেলেসহ সাধারণ মানুষ। এসব নিষিদ্ধ জালে প্রতিদিন ধরা পড়ছে অসংখ্য বিভিন্ন প্রজাতির মাছের পোনা। আর সহজেই জাল পাতার জন্য নদীর বিভিন্ন স্থানে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরাও করা হয়েছে।
অনেকে মনে করছেন অবাধে মাছের পোনা নিধনের এই ব্যারিকেড মরণ ফাঁদে পরিণত হবে। অতীতে অনেক গরু-ছাগল বাঁশের তৈরি ব্যারিকেডে আটকিয়ে মারা গেছে। তবে মাছ নিধনের মহাযজ্ঞ বন্ধ না হলে যেমন অনেকে ক্ষতির সম্মুখীন হবে অপর দিকে নদী থেকে হারিয়ে যাবে অনেক প্রজাতির মাছ।
পুর্নভবা নদীর শকুনের বিল, হলদীর বিল, মাহারোটের বিল, চন্দের বিল, বোগলা উগাল বিলের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখা গেছে, এসব স্থানে বাঁশের খুঁটি গেড়ে ছোট ফাঁস জাল পেতে অবাধে মাছ ধরা হচ্ছে। এ ছাড়াও ছোট ছোট নৌকায় করে অবৈধ ওইসব জাল দিয়ে টেংরা, ছোট আইড়, ছোট বোয়াল মাছ, পবদা, পুঁটি, টাকি, গুচি, বাইম ও চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধরা হচ্ছে। ক্ষুদ্রাকৃতির এসব পোনামাছ উপজেলার বিভিন্ন বাজারে কেজি দরে বিক্রি হচ্ছে। আর এতে এই এলাকায় নদী ও খাল বিলে দেশীয় মাছের সঙ্কট হওয়ার আশঙ্কা করছেন আনেকে। প্রশাসনের নাকের ডগায় পোনা মাছ নিধন অনেকটা ওপেন সিক্রেট হলেও সংশ্লিষ্ট উপজেলা মৎস্য অধিদফতর যেন নির্বিকার। এসব কার্যক্রম উপজেলা মৎস্য অধিদফতর থেকে মাত্র ১ কিলোমিটারের মধ্যে হলেও নজর নেই মৎস্য কর্মকর্তার।
নাম প্রকাশ না করার শর্তে নদীতে মাছ ধরা কয়েকজন জেলে বলেন, এ পর্যন্ত মাছ ধরতে কেউ বাধা দেয়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান জানান, জেলেরা অবৈধ বিভিন্ন জাল দিয়ে পোনা মাছ নিধন করছেন বিষয়টি স্বীকার করে বলেন, এ ব্যাপারে তারা সজাগ রয়েছেন এবং আগেও অভিযান পরিচালনা করেছেন। কয়েকদিনের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান।


আরো সংবাদ



premium cement