০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
গৌরনদী পৌরসভা নির্বাচন

প্রার্থীর কাছ থেকে অর্থ নেয়ায় ৬ জনের বিরুদ্ধে মামলা ৩ আসামি কারাগারে

-

বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে গত বুধবার পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের এক মেয়র প্রার্থীর কাছ থেকে উৎকোচ নেয়ার ঘটনায় গ্রেফতার প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও মোবাইল প্রতীকের মেয়র প্রার্থীসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার গৌরনদী মডেল থানায় একটি মামলা করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারনামীয় ওই তিনজনকে গতকাল আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজাহারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার আসামি সাইদুর রহমান, সঞ্জয় কুমার ভদ্র ও দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement