১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ময়মনসিংহে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

মাসিক ভাতা ৫০ হাজার টাকাসহ ৯ দফা বাস্তবায়নের দাবি

-

বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক মর্যাদা ও মাসিক সম্মানী ভাতা ৫০ হাজার টাকা এবং তার সন্তান ও নাতি-নাতনীদের ৩০% কোটাসহ ৯ দফা দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা।
ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান ময়মনসিংহের মুক্তিযোদ্ধাদের পক্ষে সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল পাশা। এ সময় আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ছাদেকুর রহমান, সাবেক কমান্ডার সেলিম সরকার রবার্ট ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদসহ অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
৯ দফার মধ্যে মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ৫০ হাজার টাকা করা এবং স্বাধীনতা দিবসসহ পাঁচটি বোনাস ভাতার সমপরিমাণ ‘রাজস্ব খাত’ থেকে নিয়মিতভাবে প্রদান, অচিরেই ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ’-এর কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নির্বাচন অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনীদের ৩০% কোটা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন, বীর মুক্তিযোদ্ধাদের ‘পরিবার সুরক্ষা আইন’ সংসদে পাস, মুক্তিযোদ্ধাদের জন্য মন্ত্রণালয়ে হটলাইন ব্যবস্থা ও পারিবারিক রেশন ব্যবস্থা চালুকরণ, মুক্তিযোদ্ধাদের বিনা সুদে ৫০ লাখ টাকা ব্যাংক লোন ও সরকারি ব্যবস্থপনায় শারীরিকভাবে সক্ষম মুক্তিযোদ্ধাদের সস্ত্রীক পবিত্র হজব্রত পালন কিংবা তীর্থ ভ্রমণ, ১ ডিসেম্বরকে বীর মুক্তিযোদ্ধা দিবস এবং বীর মুক্তিযোদ্ধাদের ‘প্রাইড ফোর্স’ হিসাবে গেজেট প্রকাশ এবং মুক্তিযোদ্ধাদের জন্য বধ্যভূমি, কবরস্থান, শ্মশান ও শহীদ হওয়ার স্থান চিহ্নিত করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সংরক্ষণের দাবি জানানো হয়। অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


আরো সংবাদ



premium cement