১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিংড়া ও সান্তাহার পৌরসভার বাজেট ঘোষণা

-

২০২৪-২৫ অর্থ বছরে নাটোরের সিংড়া পৌরসভায় ৬৫ কোটি ৯৩ হাজার টাকা ও বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় ৩৩ কোটি ৬১ লাখ ৬৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের সিংড়া পৌরসভায় গত বুধবার ২০২৪-২৫ অর্থ বছরের ৬৫ কোটি ৯৩ হাজার ৩৩৯ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। এতে রাজস্ব খাতে ১১ কোটি ১৮ লাখ ৩১ হাজার ৮৩৬ টাকা আয় ও ১০ কোটি ৯৭ লাখ ৬১ হাজার ৫০০ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ৫২ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। বাজেটে প্রারম্ভিক জের ধরা হয়েছে এক কোটি ১৬ লাখ ১১ হাজার ৫০৩ টাকা। এ ছাড়া সমাপনী স্থিতি ধরা হয়েছে এক কোটি ৩৬ লাখ ৮১ হাজার ৮৩৯ টাকা।
মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় বক্তব্য দেন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, মহিলা ভাইস চেয়ারম্যাম শামীমা হক রোজি, সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আতিকুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, হিসাবরক্ষণ কর্মকর্তা ওমর ফারুক, সাংবাদিক ও পরিবেশকর্মী সাইফুল ইসলাম প্রমুখ।
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় গত বুধবার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে চলতি বছরের এক কোটি ৫৭ লাখ ৬৪ হাজার টাকার ঘাটতিসহ আগামী অর্থ বছরের জন্য মোট ৩৩ কোটি ৬১ লাখ ৬৫ হাজার ১৪০ টাকার বাজেট ঘোষণা করেন, পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ১৬ কোটি দুই লাখ ৫৬০ টাকা এবং উন্নয়ন খাতে প্রাপ্তি দেখানো হয়েছে ১৭ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা।
বাজেট ঘোষণার পূর্বে মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে ও প্যানেল মেয়র জার্জিস আলম রতনের সঞ্চালনায় শিক্ষক, ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে নগর পরিকল্পনা, পৌর নাগরিকদের স্বাস্থ্যসেবা ও যানজট নিরসনে এক আলোচনা সভা হয়।
সভায় বক্তব্য দেন, সান্তাহার খাদ্যশস্য সাইলোর অধিক্ষক শাহরিয়ার তালুকদার ফয়সাল, শিক্ষক রবিউল ইসলাম, গণমাধ্যমকর্মী খাইরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মেহেদী হাসান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর সিংগাইরে হিছা খা হত্যা মামলায় গ্রেফতার ২ সেন্টমার্টিনে যাতায়াতে বিধিনিষেধের সিদ্ধান্ত প্রশ্নে হাইকোর্টে রুল মুকসুদপুরে জাল টাকাসহ আটক ১ রাজবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে : রেজাউল করিম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

সকল