১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
স্বাস্থ্যঝুঁকিতে শিশুসহ সাধারণ মানুষ

উজিরপুরে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরি

-

বিএসটিআর অনুমোদন ছাড়াই বরিশালের উজিরপুরের আনাচে-কানাচে গজিয়ে উঠছে বিভিন্ন ধরনের আইসক্রিম ও আইসবার কারখানা। অনুমোদনহীন এমনি একটি আইসক্রিম কারখানার নাম নয়নদীপ্ত ফ্যাক্টরি। অতি নি¤œমানের এই আইসক্রিম কারখানা বিগত দুই বছর ধরে ব্যবসা করে যাচ্ছে। এই কারখানায় আইসক্রিম তৈরিতে নোংরা পানির সাথে ঘনচিনি, আটা, ময়দা, সেকারিন ও বিভিন্ন রঙ মিশিয়ে স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে আইসক্রিম।
অবৈধ এই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত আইসক্রিম খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তরুণ, যুবক, নারী ও শিশুসহ সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, রাতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও আইসবার তৈরি করা হয় এ কারখানায়। সারাদিন বন্ধ থাকলেও রাতে তৈরি হয় আইসক্রিম ও আইসবার।
দেশের অভিজাত বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে নকল আইসক্রিম তৈরি করে বাজারজাত করছে নয়নদীপ্ত ফ্যাক্টরি। উপজেলা প্রশাসন থেকে কোনো নজরদারি না থাকায় অবৈধ এই আইসক্রিম কারখানার মালিক পুরোদমে চালাচ্ছেন উৎপাদন ও বিক্রয় কার্যক্রম।
এ বিষয়ে ওই আইসক্রিম ফ্যাক্টরি পরিচালক বাবু ধীরেন্দ্রনাথ সরকার বলেন, আমি এভাবেই চালিয়ে আসছি কারখানাটি। আমার দৃষ্টিতে এটা কোনো সমস্যা না।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শওকত আলী বলেন, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরিকৃত এসব আইসক্রিম খেলে ডায়রিয়া, আমাশয় ও শিশুদের দেহে টাইফয়েড হওয়ার আশঙ্কা থাকে। এসব আইসক্রিমে সোডিয়াম সাইক্লোমেড নামক ঘনচিনি ব্যবহার করা হয়। এটা খেলে শিশুদের পেটের অসুখ ও ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হয়তো এসব গড়ে উঠেছে। আমরা শিগগিরই এ ধরনের কারখানার বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেব।

 


আরো সংবাদ



premium cement
ষষ্ঠবারের মতো নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে ইংল্যান্ড বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা : টঙ্গিবাড়ীতে আ’লীগ নেতা গ্রেফতার ফেনীতে ভারতীয় আধিপত্যবাদ রুখতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত শিবচরে শহীদ আব্দুল কাদের মোল্লার ১১তম শাহাদাত বার্ষিকী পালন প্রাথমিকের শিক্ষকদের পদোন্নতির বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে টিভি বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২

সকল