১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দাউদকান্দিতে খালেদা জিয়া ও ড. মোশাররফের সুস্থতা কামনায় দোয়া

-

দাউদকান্দি ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটিয়া খোলায় গতকাল বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের দ্রুত সুস্থতা এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম হুমায়ূন কবির অরুণ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মরহুম ডা: সেলিম ভূঁইয়া ও মরহুম হাজী মতিউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে বক্তব্য প্রধান অতিথি ছিলেন দলের নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। ইউনিয়ন সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি নেতা জসীম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামাল মোল্লা। মুনাজাত করেন ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কাজী আলমগীর হোসেন।
এ ছাড়া ড. খন্দকার মারুফ হোসেন ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে বক্তব্য রাখেন। কলেজ অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের।

 


আরো সংবাদ



premium cement