নিদারুণ কষ্টে স্ত্রী ও ৭ সন্তান নিয়ে ঝুপড়ি ঘরে বসবাস ভ্যানচালক নজরুলের
- আসাদুল ইসলাম সবুজ লালমনিরহাট
- ২৭ জুন ২০২৪, ০০:৩০
লালমনিরহাটে স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে রাস্তার ধারে এক ঝুপড়ি ঘরে নিদারুণ কষ্টে বসবাস করছেন ভ্যানচালক নজরুল ইসলাম। তিনি জানান, ভ্যান চালিয়ে যে উপার্জন হয়ে সেটি দিয়েই চলতে হয় তার নয় সদস্যের সংসার।
নজরুল ইসলামের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের পাউডারপাড় গ্রামের মুসার তেপতিতে। আলোক আউলিয়ার মাঠ থেকে দক্ষিণে বড়বাড়ী, পশ্চিমে চৈতারতল বাজার সংযোগ তিন মাথা মোড়ে রাস্তার পাশে কয়েকটি ঢেউটিন আর বাঁশের খুঁটি পাটকাঠি দিয়ে তৈরি তার ঝুপড়ি ঘর। এ ঘরেই গাদাগাদি করে স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে নিয়ে বসবাস করছে ভ্যানচালক নজরুলের পরিবার। তিনি জানান, এলাকার চেয়ারম্যান ও ইউপি সদস্যর পেছনে ঘুরতে ঘুরতে প্রধানমন্ত্রীর উপহারের ‘ভূমিহীন ও গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই’ (সরকারি ঘর) পাওয়ার আশাই ছেড়ে দিয়েছেন তিনি।
বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বলেন, তার পরিবারকে সরকারি ঘরসহ অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক মোহম্মদ উল্ল্যা বলেন, যে তালিকা করা হয়েছে, কেউ তালিকার বাইরে থাকলে তাকেও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তালিকাভুক্ত করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা