পঞ্চগড়ে ট্রেনের টিকিট কাটতে গিয়ে যুবক আটক
- পঞ্চগড় প্রতিনিধি
- ২৭ জুন ২০২৪, ০০:০৫
পঞ্চগড়ে বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর পিয়ন পরিচয়ে টিকিট কাটতে গিয়ে একরামুল হক সম্রাট (৩৫) নামে এক কালোবাজারিকে সেনাবাহিনীর সদস্য ও কর্মকর্তাদের বিনামূল্যে রেলভ্রমণের সাতটি পাসসহ (ওয়ারেন্ট) আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
গতকাল মঙ্গলবার দুপুরে রেলস্টেশনে টিকিট কাটার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি স্মার্ট ফোন জব্দ করেছে আরএনবি। তার বিরুদ্ধে টিকিট কালোবাজারির অভিযোগে রেলওয়ে দিনাজপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আটক একরামুল হকের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা এলাকায়। তিনি ওই এলাকার আবু আলম হেলালের ছেলে।
এর আগেও ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজির সময় র্যাবের হাতে একরামুল আটক হয়েছিল বলে জানান আরএনবি কর্মকর্তারা।
পঞ্চগড় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের আরএনবির উপপরিদর্শক (এসআই) মাহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের কমান্ড্যান্ট মহোদয়কে জানানো হয়েছে। এ ঘটনায় আমরা বাদি হয়ে একটি মামলা দায়ের করব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা