১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পলিনেট হাউজে কৃষক সবুজের বছরব্যাপী সবজি চাষ

-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের নুরিয়ার বাজার এলাকায় নজর কাড়ে পলিথিনে তৈরি বছরব্যাপী সবজি উৎপাদনের ব্যতিক্রমী পলিনেট হাউসটি। এমন দৃষ্টিনন্দন পলিথিনের ঘর এ এলাকার লোকজন আগে কখনো দেখেনি। পলিনেট হাউজে সবজি চাষ করে সফলতার পাশাপাশি ব্যাপক সাড়া ফেলেছেন উপজেলার নারায়ণ ডহর গ্রামের আদর্শ কৃষক এখলাস উউিন সবুজ।
ঢাকার কবি নজরুল সরকারি কলেজ থেকে ডিগ্রি পাস করার পর সবুজ মৎস্য বিভাগের পরামর্শে প্রথমে মাছের রেনু থেকে পোনা উৎপাদন ফরপ করেন। কিন্তু সেটিতে সফল হতে পারেননি তিনি। পরে স্থানীয় এক কৃষি কর্মকর্তার পরামর্শে পলিনেট হাউসে সবজি চাষ করেন তিনি। সেটিতে আশানুরূপ সফলতা পেয়ে তিনি তার সঞ্চিত সমুদয় অর্থ বিনিয়োগ করেন পলিনেট হাউসে ক্যাপসিকাম চাষে।
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, পলিনেট হাউস তৈরি করা হয় পলিথিন, নেট ও লোহা কিংবা বাঁশের অবকাঠামো দিয়ে। চারপাশে নেট দিয়ে ঘেরা হয়। আর ওপরের অংশে থাকে পলিথিন অথবা কোনো কোনো ক্ষেত্রে ত্রিপল। এ পলিনেট হাউস তৈরি করতে প্রয়োজন তাপমাত্রা সহনশীল বিশেষ পলিথিন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণকারী আধুনিক যন্ত্র। এটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে নিরাপদ ফসল উৎপাদনের আধুনিক ও নির্ভরযোগ্য প্রযুক্তি।
এ প্রযুক্তিতে আর্দ্রতা এবং তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে বছরব্যাপী উচ্চমূল্যের ফসল ফলানো যায়। সূর্যের ক্ষতিকর রশ্মি নিয়ন্ত্রণ, অত্যাধুনিক সেচ ব্যবস্থাপনা, ক্ষতিকর পোকার প্রবেশ রুখে দিয়ে নিরাপদ ফসল উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তিই হলো এ পলিনেট হাউস। এতে উচ্চমূল্যের ফসল যেমন ক্যাপসিকাম, ব্রকলি, রঙিন তরমুজ, রঙিন ফুলকপি, বাঁধাকপি, লেটুস পাতা ও চারা উৎপাদনের সুযোগ রয়েছে। অন্যদিকে এ পলিনেট হাউসে গ্রীষ্মকালেও ফলানো যায় শীতকালীন সবজি।
বর্তমানে প্রতি কেজি ক্যাপসিকাম পাইকারি বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকায়। ইতোমধ্যে তিনি ২ লাখ টাকার বেশি ক্যাপসিকাম বিক্রি করেছেন। এখনো জমিতে যে পরিমাণ ক্যাপসিকাম রয়েছে, সেগুলো আরো দুই লাখ টাকা বিক্রি হবে বলে তিনি আশা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম শাহজাহান কবির জানান, পলিনেট হাউজে ক্যাপসিকাম চাষ করে সবুজ সফল হয়েছেন। তাকে দেখে অন্য বেকার যুবকরাও এ পদ্ধতিতে ক্যাপসিকামসহ অন্যান্য সবজি চাষে আগ্রহী হচ্ছেন।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কিশোরগঞ্জের উপপরিচালক আবদুস সাত্তার জানান, ক্যাপসিকাম উচ্চমূল্যের একটি ফসল। পুষ্টিগুণের দিক থেকেও এটি অত্যন্ত মূল্যবান। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা মানব দেহের জন্য খুবই উপকারী।

 


আরো সংবাদ



premium cement