১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চৌগাছায় অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

-

যশোরের চৌগাছা উপজেলায় শুরু হয়েছে তীব্র লোডশেডিং। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। শিক্ষার্থীদের পড়ালেখা দারুণভাবে ব্যাহত হচ্ছে, ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে সেবামূলক কর্মকাণ্ড চিকিৎসাসহ কলকারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠান।
অধিকাংশ সময়ে দেখা যায় গভীর রাতে লোডশেডিং শুরু হয়ে ভোর পর্যন্ত বিদ্যুৎ নেই। এক দিকে তীব্র গরমে নাভিশ্বাস, অন্য দিকে লোডশেডিংয়ের সুযোগ নিয়ে বেড়েছে চুরি। প্রতিদিন ছোট-বড় কোনো না কোনো চুরির ঘটনা ঘটছে। রাতে ঘুমাতে না পেরে এলাকাবাসী সড়ক, ব্রিজ আর কালভার্টের ওপর বসে গল্প-গুজব করেই রাত কাটাচ্ছেন।
উপজেলার পৌরসদরসহ গ্রাম এলাকায় রাত-দিন সমান তালের লোডশেডিংয়ের পরিবর্তন চায় এলাকাবাসী। সারাদিন ক্রমাগত বিদ্যুতের ভেলকিবাজির কারণে শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও ব্যবসায়ীদেরকে নিদারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গণমাধ্যমে যারা সংবাদ পাঠান তাদের অবস্থা হয় আরো শোচনীয়।
চৌগাছা পৌর শহরের চা দোকানি আব্দুল মুন্নাফ কালু মিয়া ও মুদি ব্যবসায়ী নুর ইসলামসহ একাধিক গ্রাহক অভিযোগ করে বলেন, বিভিন্ন উপজেলার বিদ্যুৎ অফিসগুলোতে ঘাপটি মেরে যেসব কর্মকর্তারা বসে আছে তারা ইচ্ছামাফিক লোডশেডিং দিয়ে সরকারের ভাবমর্যাদাক্ষুণ করার চেষ্টা চালাচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার অবৈধ সংযোগগুলো চিহ্নিত করে লাইন বিচ্ছিন্ন করলে এ এলাকার বিদ্যুৎ ঘাটতি অনেকটা হ্রাস পাবে। অনেকে আবার বেটারি চালিত অটোরিকশা ও ভ্যানকেও দায়ী করছেন।
এ বিষয়ে যশোর পল্লিবিদ্যুৎ সমিতি-১ চৌগাছা জোনাল অফিসের প্রকৌশলী ছাইজুল ইসলাম বলেন, বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি। রুটিং লোডশেডিংয়ের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় গাছের ডাল পড়াসহ বিভিন্ন সমস্যায় হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। সেই সমস্যা খুঁজে পেতে আমাদের সময় লাগে। ফলে গ্রাহক মনে করেন এটাও লোডশেডিংয়ের অংশ।


আরো সংবাদ



premium cement
চিকিৎসা সুবিধায় ব্লকেড অতঃপর সমাচার সিদ্ধিরগঞ্জে জি এম কাদের-শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম চালিয়ে যেতে হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক : উত্তেজনার কারণ ও সমাধান উল্লাপাড়ায় বিয়ের অনুষ্ঠানে বর ও কনে পক্ষের সংঘর্ষে আহত ১০ প্রতিবন্ধীদের নিয়েই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার তারেক রহমানের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠাই বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার : ডা. ইরান ক্রান্তিকাল পার করছে চারকোল সেক্টর আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই দেশে কল্যাণ প্রতিষ্ঠা হবে : অধ্যাপক মুজিবুর ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ৩১৬ পুলিশকে আক্রমণ : তাহেরীসহ ১৫ জনের নামে মামলা, গ্রেফতার ৩

সকল