সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয়ের মাঠ
- গোলাম আযম সরকার পীরগাছা (রংপুর)
- ২৫ জুন ২০২৪, ০০:০৫
পানি বের হওয়ার কোনো রাস্তা না থাকার কারণেই রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায়।
এ বিষয়ে বিদ্যালয় থেকে সদ্য বদলি হওয়া প্রধান শিক্ষক নাছিমা আহমদ বলেন, ২০২০ সালে আমি এ বিদ্যালয়ে যোগদান করি। সেই সময় থেকেই দেখে আসছি সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠে পানি জমে। আমি জলাবদ্ধতা দূর করার জন্য বিভিন্ন স্থানে আবেদন করেছিলাম। বিদ্যালয়ের মাঠ ভরাট করলেই সমসার সমাধান হবে না। বরং মাটি ভরাট করলে বিদ্যালয়ের রুমে পানি উঠে যাবে। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি বলেছেন চেষ্টা করছি। মূল কারণ হলো পানি বের হওয়ার কোনো রাস্তা নাই।
তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজরুল রশিদ মুকুল বলেন, জলাবদ্ধতা নিয়ে আমরা নিজেরাই চিন্তা করছি। পানি কোথায় বের করে দিব সেটা নিয়েও চিন্তা করছি। এ ছাড়াও বড়াল নদী পর্যন্ত ক্যানেল কোনোভাবে নিয়ে যাওয়া যায় কি না। ক্যানেল নিয়ে যাওয়ার জন্য জমি প্রয়োজন সেই জমিটুকু আমরা পাব কি না সেটাও চিন্তার বিষয়। তবে প্রাথমিকভাবে কিছু করা যায় কি না, সেটাই চিন্তা করছি।
পীরগাছা উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলন বলেন, আগামী দুই-তিন মাসের মধ্যে কোনো বরাদ্দ আসলে সেখান থেকে দিয়ে দিব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা