সাভার মডেল কলেজে নতুন অধ্যক্ষের যোগদান
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ২৫ জুন ২০২৪, ০০:০৫
ঢাকা জেলার শ্রেষ্ঠ কলেজ ও জাতীয়পর্যায়ে দ্বিতীয় স্থান এবং একাধিকবার সাভার উপজেলার কলেজপর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা লাভ করা সাভার মডেল কলেজে গতকাল সোমবার নতুন (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ভূগোল বিভাগের সিনিয়র প্রভাষক মো: আলী হোসেন। এর আগে অর্থনীতি বিভাগের প্রভাষক মিরাজুল ইসলাম (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ১৫ জুন চাকরির মেয়াদ শেষ হওয়ায় এডহক কমিটির সভাপতি সাভার উপজেলার নির্বাহী অফিসার রাহুল চন্দ্র কলেজ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে মো: আলী হোসেনকে নিয়োগ দেন।
আলী হোসেন সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে ১৯৭১ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিক শিক্ষা শুরু করেন বিরুলিয়ার আকরান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এসএসসি ১৯৮৬ সালে সাভার অধর চন্দ্র উচ্চবিদ্যালয় এবং এইচএসসি ১৯৮৮ সালে তৎকালীন সাভার কলেজ থেকে। তিনি ১৯৯২ সালে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) এবং ১৯৯৩ সালে এমএসসি (ভূগোল) ১৯তম ব্যাচ থেকে পাস করেন। সাভার মডেল কলেজের সূচনালগ্ন থেকে তিনি অধ্যাপনা করেন আসছেন। ৩১ মার্চ ১৯৯৭ সালে তিনি সাভার মডেল কলেজে যোগদান করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা