অতিরিক্ত ভাড়া দিয়েই কর্মস্থলে ফিরছেন মানুষ
- আব্দুর রাজ্জাক ঘিওর (মানিকগঞ্জ)
- ২৪ জুন ২০২৪, ০০:০৫
কর্মমুখী মানুষের ভিড় বেড়েছে ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া, আরিচা নৌরুটে। গত শুক্রবার থেকেই স্বজনদের সাথে ঈদ উদযাপন করে কর্মমুখী মানুষ ছুটলেও গতকাল রোববার সকাল থেকে মহাসড়ক, যানবাহন, ফেরি ও লঞ্চে ছিল উপচে পড়া ভিড়।
মানিকগঞ্জের পাটুরিয়া ও উথলী মোড় থেকে ছেড়ে আসা বিভিন্ন গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে যানবাহন চালকদের অভিযোগ, মালিক সমিতির নামে তাদের কাছ থেকে জিপির নামে গাড়ি প্রতি ২শ’ থেকে ৫শ’ টাকা জোরপূর্বক আদায় করা হচ্ছে। এ বাড়তি টাকা নেয়ার ফলে তারাও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পাটুরিয়াঘাট ও উথলী সংযোগ সড়ক থেকে অন্য রুটের যাত্রীবাহী বাস ছাড়াও সেলফি, নীলাচল, পদ্মা, শুভযাত্র, স্বপ্ন, যোগাযোগ ও যাত্রীসেবা পরিবহনের লোকজন প্রতিটি যাত্রীর কাছ থেকেই অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
গতকাল রোববার সরেজমিন দেখা গেছে, পাটুরিয়া ও উথলী সংযোগ মোড় থেকে স্বাভাবিক সময় যেখানে নবীনগর ১০০, সাভার ১২০ ও গাবতলী ১৫০-১৮০ টাকা ভাড়া। সেখানে এখন নেয়া হচ্ছে সাভার-নবীনগর ২০০ ও গাবতলী ৩০০ টাকা করে।
ঢাকাগামী মাগুরার শালিখা এলাকার যাত্রী হোসনেয়ারা বলেন, নিরুপায় হয়ে লোকাল বাসে ২০০ টাকা ভাড়া দিয়ে নবীনগর যাচ্ছি। সুযোগ পেলেই এসব গাড়ির লোকজন অতিরিক্ত ভাড়া আদায় করে।
নীলাচলবাসের যাত্রী নাজিম উদ্দিন সপরিবারে যাচ্ছেন গাবতলী। পাটুরিয়া ঘাট থেকে তিনি উঠেছেন। গাবতলী ভাড়া নেয়া হচ্ছে জনপ্রতি ৩০০ টাকা করে। তিনি বলেন, অতিরিক্ত ভাড়া না দিয়ে কোনো গাড়ি পাচ্ছি না। নিরুপায় হয়ে যেতে হচ্ছে।
সেলফি পরিবহনের যাত্রী সাইদুর, রফিকুল, নাঈম ইসলাম বলেন, তাদের কাছ থেকে গাবতলীর ভাড়া নেয়া হয়েছে ৩০০ টাকা। গাড়ির লোকজন যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করছে। প্রতিবাদ করলেও কেউ কর্ণপাত করছেন না। বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়েই কর্মস্থলে যেতে হচ্ছে।
বাসচালক মিজানুর জানান, যাত্রীদের কাছ থেকে কিছু টাকা বেশি নেয়া হচ্ছে। কারণ, ঘাট থেকে গাড়ি ভরে গেলে ফেরার সময় খালি আসতে হয়। আবার ঘাটে ৩শ’ ও মানিকগঞ্জে ৫শ’ টাকা মালিক সমিতি জিপি আদায় করে। রোডের খরচ উঠাতে যাত্রীদের কাছ থেকে কিছু বেশি ভাড়া নেয়া হচ্ছে।
পাটুরিয়াঘাটে কর্মরত বাস মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো: সুলতান জানান, মালিক সমিতির নির্দেশেই ঈদ উপলক্ষে একটু বেশি জিপি নেয়া হচ্ছে। এটি নতুন কিছু নয়। এ বিষয়ে বিস্তারিত জানতে মালিক সমিতির সাথে কথা বলার পরামর্শ দেন তিনি।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন জানান, পরিবহনে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রী সাধারণের সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম চলমান রয়েছে। এরপরও কোনো অভিযোগ পেলে দ্রুত এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা