১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শেরপুরে বিএনপির ২৭ কর্মী আ’লীগে যোগদান প্রতিবাদে সংবাদ সম্মেলন

-

বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিএনপির ২৭ জন কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন এমন একটি সংবাদ গত শনিবার কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। যে ২৭ জন বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন তারা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সাথে যুক্ত নয়। তাদের কোনো পদ পদবি নেই। এমনকি তারা কোনো মিছিল মিটিংও করেননি। এমনটি দাবি করে গতকাল রোববার শেরপুর প্রেস ক্লাবে খামারকান্দি ইউনিয়নের বিএনপির সভাপতি কায়কোবাদ ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব এক সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, অন্য একটি রাজনৈতিক দল আমাদের দলের মধ্যে বিভ্রান্তি বা দলীয় ভাবমূর্তি নষ্ট করার এক অপকৌশল এটি। বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করার প্রশ্নই আসে না। যাদের বিষয়ে বলা হচ্ছে তারা কোনো দিন বিএনপি করতেন না। লোক দেখানোর জন্য ওই ২৭ জন বিএনপির নাম ভাঙিয়ে এমনটি করেছেন। এ ধরনের সংবাদের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তারা বিএনপি করে এমন দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমাদের ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট কমিটি আছে। এর মধ্যে তাদের কোনো নাম নেই।


আরো সংবাদ



premium cement